ক্রীড়া প্রতিবেদক

  ০৯ সেপ্টেম্বর, ২০১৯

চট্টগ্রাম টেস্ট

খেলা শুরুর পর আবারও বৃষ্টি

​বৃষ্টির কারণে দিনের প্রথম সেশনে একটি বলও মাঠে গড়ায়নি। পরে বৃষ্টি থামলে দুপুর ১টায় শুরু হয় খেলা। কিন্তু বেশিক্ষণ স্থায়ী হয়নি। ২ ওভার ১ বল খেলা হওয়ার পর আবার বৃষ্টি নেমেছে। এই কারণে খেলা আপাতত বন্ধ রয়েছে।

গতকাল ৬ উইকেটে ১৩৬ রান সংগ্রহ করে বাংলাদেশ দিনের খেলা শেষ করেছিল। আজ নেমে সাকিব ও সৌম্য মিলে যোগ করেছেন ৭ রান। খেলা বন্ধ হওয়ার আগপর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ১৪৩ রান।

সাকিব ৪৪ রানে ও সৌম্য ২ রানে অপরাজিত আছেন। গতকাল আউট হন লিটন, মোসাদ্দেক, মুশফিক, মুমিনুল, সাদমান ও মাহমুদউল্লাহ। ব্যাটিংয়ে নামতে বাকি আছেন মিরাজ, তাইজুল ও নাঈম।

আজ ম্যাচের শেষ দিন। জিততে হলে বাংলাদেশকে করতে হবে ২৫৫ রান। এই রান না করতে পারলেও চার উইকেটে যদি বাংলাদেশ দিন পার করে দিতে পারে তাহলে ম্যাচটি ড্র হবে। আর পুরো দিন যদি বৃষ্টি হয় তাহলেও ম্যাচ ড্র হবে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বাংলাদেশ ও আফগানিস্তান,চট্টগ্রাম টেস্ট,বৃষ্টি,খেলা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close