reporterঅনলাইন ডেস্ক
  ০১ ডিসেম্বর, ২০১৮

মাহমুদউল্লাহর সেঞ্চুরিতে বড় সংগ্রহে টাইগাররা

ঢাকায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম দিনের শুরু ও শেষটায় বাংলাদেশের পারফরম্যান্স দুর্দান্ত ছিলো। সাকিবরা ৫ উইকেট হারিয়ে তুলেছিল ২৫৯ রান। দ্বিতীয় দিনেও দুর্দান্ত খেলছে বাংলাদেশ। মাহমুদুল্লাহ দারুণ এক সেঞ্চুরি তুলে নিয়েছেন। তার ব্যাটে সাড়ে চারশ' রান ছাড়িয়েছে টাইগাররা।

দ্বিতীয় দিনে এখন পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেট হারিয়ে ৪৬৪ রান।

টেস্টের দ্বিতীয় দিনে ভালো শুরু করেন সাকিব-মাহমুদুল্লাহ । দু'জনে সকালের সেশনে যোগ করেন ৪২ রান। অধিনায়ক সাকিব আল হাসান ও সহ-অধিনায়ক মাহমুদউল্লাহর ব্যাটে ইনিংসে নিজেদের প্রথম শতরানের জুটি পায় বাংলাদেশ।

সাকিবের আউটের পর মাহমুদুল্লাহ-লিটন ফিফটি পান। এরপর ফিরে যান লিটন। লিটন দাস ৫৪ রান করে আউট হন।

সাকিব আউট

এরপরই দলকে তিনশ রানে নিয়ে ফিরে যান সাকিব আল হাসান। কেমার রোচের বলে বাংলাদেশ অধিনায়ক আউট হয়ে যান। ১৩৯ বলে ৬ চারে ৮০ রান করেন সাকিব। অধিনায়কের বিদায়ে ভাঙে ১১১ রানের জুটি।

এদিকে এরইমধ্যে মাহমুদউল্লাহ ও লিটন দাসের ব্যাটিংয়ে বড় সংগ্রহের পথে এগোচ্ছে বাংলাদেশ। মাহমুদুল্লাহ ৬৮ রানে ব্যাট করছেন। লিটন দাসও মারমুখি ব্যাট চালাচ্ছেন। অল্প সময়েই তিনি ৩৫ রান করেছেন।

মাহমুদউল্লাহর হাফ সেঞ্চুরি

সতর্ক ব্যাটিংয়ে ফিফটি তুলে নিয়েছেন মাহমুদউল্লাহ। ডানহাতি এই মিডল অর্ডার ব্যাটসম্যানের ক্যারিয়ারের এটি ১৬তম হাফ সেঞ্চুরি।

এর আগে প্রথম দিন বাংলাদেশ দলের হয়ে অভিষেক টেস্টে ৭৬ রানের এক ইনিংস খেলেন সাদমান। এছাড়া মিঠুন, মুমিনুল করেন ২৯ করে রান। সৌম্য ফেরেন ১৯ রান করে। বাংলাদেশ এ ম্যাচে প্রথমবারের মতো কোন পেসার ছাড়া খেলতে নামে। দলে আছেন চারজন নিয়মিত স্পিনার।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বাংলাদেশ,ঢাকা টেস্ট,বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close