reporterঅনলাইন ডেস্ক
  ২৭ জুন, ২০১৭

মঙ্গলগ্রহেও হ্রদ ছিল : নাসার নতুন ছবি

প্রতীকী ছবি

এনডেভার ক্রেটারের পূর্ব-পশ্চিম প্রান্ত ধরে একটি লম্বা পাথুরে পথ দেখা গিয়েছে। মনে করা হচ্ছে যে, কোটি বছর আগে ওই পথ ধরেই হয়তো জল বয়ে যেত। আন্তর্জাতিক গণমাধ্যমের খবর, ২০১১ সাল থেকে নাসার ‘অপারচুনিটি রোভার’, মঙ্গল গ্রহের একটি বিশাল গর্ত নিয়ে প্রচুর পরীক্ষানিরীক্ষা করে চলেছে। ‘এনডেভার ক্রেটার’ নামে ওই গহ্বরটি দৈর্ঘ্যে প্রায় ২২ কিলোমিটার। নাসা-র বৈজ্ঞানিকদের মতে, এই গহ্বরে কোনও এক সময়ে জল ছিল। কারণ, ওই ক্রেটারের ধারে পাথর পাওয়া গিয়েছে। পাথরগুলি এই স্থানে কোনও রকম জলোচ্ছ্বাসের কারণেই এসে পড়ে বলে মনে করছে নাসা। পরবর্তীকালে, পাথরগুলি বাতাসে ক্ষয়ে যায়। এনডেভার ক্রেটারের পূর্ব-পশ্চিম প্রান্ত ধরে একটি লম্বা পাথুরে পথ দেখা গিয়েছে। মনে করা হচ্ছে যে, কোটি বছর আগে ওই পথ ধরেই হয়তো জল বয়ে যেত। বৈজ্ঞানিকরা মনে করছেন, অন্য কোনও স্থান থেকে বহমান জলের ধারা এসে এই গহ্বরে এসে জমতো। এখনও পর্যন্ত গবেষণা চলছে এই জলধারা নিয়ে। গহ্বরের গভীরতা প্রায় দু’টি ফুটবল মাঠের সমান। তাই অপারচুনিটি রোভারকে কী ভাবে ও কোন পথে সেই গহ্বরের মধ্যে পাঠাবে, তা নিয়ে জল্পনা চলছে নাসা-য়।

পিডিএসও/মুস্তাফিজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
নাসার নতুন ছবি,মঙ্গলগ্রহ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist