reporterঅনলাইন ডেস্ক
  ৩১ মে, ২০১৮

ঢাকায় রাইড শেয়ারিংয়ে যুক্ত হচ্ছে ‘রাইডহোস্ট’

রাজধানী ঢাকায় এবার উবার-পাঠাওয়ের মতো যাত্রীসেবায় যুক্ত হতে যাচ্ছে রাইডহোস্ট নামের একটি নতুন অ্যাপভিত্তিক শেয়ার রাইডিং। নতুন এ পরিসেবায় থাকছে মোট ৫টি সার্ভিস অপশন। এগুলো হচ্ছে- হোস্ট বাইক, হোস্ট সিএনজি, হোস্ট এক্স, হোস্ট ডিলাক্স এবং হোস্ট মাইক্রো।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, যাত্রীরা যে কোনো স্মার্টফোনে ‘রাইডহোস্ট অ্যাপস’ ডাউনলোড করে খুব সহজেই পেয়ে যাবেন প্রয়োজনীয় সার্ভিস।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আরো জানানো হযেছে, রাজধানীতে চলমান বিভিন্ন রাইড শেয়ারিংয়ের তুলনায় রাইডহোস্টের বাহন ভাড়ায় সাশ্রয়ী এবং নিরাপদ। রাইডহোস্ট যাত্রী সেবার ক্ষেত্রে বাহন নির্বাচনের বিষয়টি যেমন গুরুত্ব দিয়েছে তেমনি ভাড়া যে কোনো যাত্রীর জন্য যাতে সহনীয় পর্যায়ে থাকে সেই বিষয়টিও সর্বাধিক বিবেচনায় রেখেছে ।

ঢাকা মহানগরীর জন্য তৈরি এই শেয়ার রাইডিংয়ের যাত্রা এবং যাত্রী সেবার মান সম্পর্কে প্রতিষ্ঠানটির সিইও অথৈ জয় শরীফ বলেন, ‘রাইডহোস্ট কানাডিয়ান একটি শেয়ার রাইডিং সার্ভিস প্রতিষ্ঠান। বাংলাদেশেই এর দ্বিতীয় যাত্রা শুরু হচ্ছে। বেশ সুনামের সঙ্গে রাইডহোস্ট কানাডার রাস্তায় চলছে।’

তিনি আরও জানান, ঢাকার রাস্তাতেও নিরাপদ যাত্রী সেবার মাধ্যমে রাইডহোস্ট শেয়ার রাইডিংয়ে এক নতুন মাত্রা যোগ করবে বলে আমরা আশাবাদী। রাইডহোস্ট অ্যাপসটি তৈরি করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি।’

আগামী ৪ জুন দুপুর ১২টায় ঢাকা রিপোটার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনী মিলনয়াতনে সংবাদ সম্মেলনের মাধ্যমে রাইডহোস্ট বাংলাদেশ সম্পর্কে বিস্তারিত জানানো হবে।

বিস্তারিত জানতে ভিজিট করুন www.rydehostbd.com সাইটটি।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
রাইডহোস্ট,রাইড শেয়ারিং অ্যাপ,কানাডা,রাইডহোস্ট অ্যাপস
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist