
তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে না: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড.হাছান মাহমুদ বলেছেন, পৃথিবীর কোথাও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয় না, পাকিস্তান ছাড়া। বিএনপি পাকিস্তানকেই অনুকরণ করে। কিন্তু বাংলাদেশে কোনোভাবেই তত্ত্বাবধায়কের অধীনে নির্বাচন হবে না। নির্বাচন কমিশনের অধীনেই নির্বাচন হবে।
শনিবার (২৮ জানুয়ারি) রাজশাহীর আলুপট্টী মোড়ের জেলা মহানগর আওয়ামী লীগের অফিসে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, নির্বাচনে অংশ নেয়া না নেওয়া একেকটি দলের সিদ্ধান্ত ৷ সব দল নির্বাচনে আসুক। আমরা চাই বিএনপিও পূর্ণশক্তি নিয়ে মাঠে নামুক ৷ আওয়ামী লীগ তাদের সঙ্গে খেলেই জিততে চায় ৷ আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির কোনো আশা নেই দেখে তারা বাহানা খুঁজছে।
ইভিএম প্রসঙ্গে মন্ত্রী বলেন, ইভিএম চাইলেও বর্তমান প্রেক্ষাপটে তা কেনা সম্ভব নয়। বৈশ্বিক অর্থনৈতিক অবস্থা ও ইউক্রেন-রাশিয়া যুদ্ধের সময় এতো টাকা দিয়ে ইভিএম কেনা উচিত নয়। এক বিলিয়ন ডলার দিয়ে ইভিএম কেনা এই মন্দার মধ্যে সমীচীন নয়।
পিডিএস/এমএইউ