reporterঅনলাইন ডেস্ক
  ২৪ জুন, ২০২২

২ সপ্তাহ পর সন্ধ্যায় বাসায় নেওয়া হতে পারে খালেদা জিয়াকে

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ছবি : সংগৃহীত।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে এভার কেয়ার হাসপাতাল থেকে শুক্রবার (২৪ জুন) সন্ধ্যায় বাসায় নেওয়া হবে বলে জানা গেছে।

তবে বিএনপির মিডিয়া সেল থেকে বলা হয়েছে, বিকেল ৩টায় এভার কেয়ার হাসপাতালের চিকিৎসকরা সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানাবেন। তার আগে বাসায় নেওয়ার বিষয়ে কিছু বলা যাবে না।

এদিকে একটি সূত্র জানিয়েছে, দুই সপ্তাহ হাসপাতালে থাকার পর শুক্রবার সন্ধ্যায় খালেদা জিয়াকে গুলশানে তার নিজ বাসায় নেওয়া হবে। এজন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। বিকেল ৩টায় সংবাদ সম্মেলনে তার চিকিৎসক বোর্ডের সদস্যরা বিষয়টি সাংবাদিকদের জানাবেন।

গত ১০ জুন দিনগত রাত ৩টায় বাসায় অসুস্থ হয়ে পড়লে খালেদা জিয়াকে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে ভর্তির পর ১১ জুন এনজিওগ্রাম করে হার্টে ব্লক পাওয়ায় একটি রিং পরানো হয়। ১৭ জুন তাকে সিসিইউ থেকে কেবিনে নেওয়া হয়। শুক্রবার তাকে বাসায় নেওয়া হবে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, দলের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কিছু জানানো হয়নি। বিকেল ৩টায় তার চিকিৎসকরা সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানাবেন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সন্ধ্যায় বাসায়,খালেদা জিয়া
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close