reporterঅনলাইন ডেস্ক
  ৩১ জানুয়ারি, ২০১৮

গয়েশ্বর রায় গ্রেফতার

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে মঙ্গলবার রাত সোয়া ১০টার দিকে গুলশানের পুলিশ কনকর্ড প্লাজার সামনে থেকে অাটক করেছে ডিবি পুলিশ। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য নিশ্চিত করেছেন।

গভীর রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে রিজভী বলেন, গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক বৈঠক শেষে বাবু গয়েশ্বর রায় নিজের গাড়িতে বাসায় ফিরছিলেন। পুলিশ প্লাজার সামনে গাড়ি থামিয়ে তাকে তুলে নিয়ে যায় পুলিশ। এভাবে গ্রেপ্তার করা হলে দেশের মানুষ আরও বিক্ষোভে ফেটে পড়বে।

ওই সময়ের পর থেকে গয়েশ্বরের মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছিল। পুলিশের পক্ষ থেকে কেউ তাকে আটকের খবর স্বীকার করছিলেন না। রাত পৌনে ১২টার দিকে ডিএমপির উপকমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান বিএনপি নেতা গয়েশ্বরকে গ্রেপ্তারের কথা স্বীকার করেন। তবে কি অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে কিছু বলেননি।

পুলিশ সূত্র জানায়, হাইকোর্ট এলাকায় হামলার ঘটনায় রমনা ও শাহবাগ থানায় পুলিশ বাদী হয়ে দুটি মামলা করছে, সেগুলোতে গয়েশ্বর রায়কে গ্রেপ্তার দেখানো হতে পারে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
গয়েশ্বর চন্দ্র রায়,বিএনপি,পুলিশ ভ্যানে হামলা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist