reporterঅনলাইন ডেস্ক
  ২৬ জুন, ২০১৭

জাদুঘর, লালবাগ, আহসান মঞ্জিল বন্ধ : বিপাকে দর্শনার্থীরা

রাজধানীতে ঈদ বিনোদনের কেন্দ্র জাতীয় জাদুঘর, লালবাগ কেল্লা ও আহসান মঞ্জিল বন্ধ থাকায় বিভিন্ন স্থান থেকে আগত দর্শনার্থীরা পড়ছেন বিপাকে।

সোমবার ঈদের দিন বিকেল হলেই রাজধানীর ইসলামপুর আহসান মঞ্জিলে বিনোদনপ্রেমীদের ভিড় বাড়তে থাকে। এসেই জানতে পারলেন আহসান মঞ্জিল জাদুঘর বন্ধ, প্রবেশ করা যাবে না।

ঈদ উপলক্ষে কুষ্টিয়া থেকে ঢাকার লক্ষীবাজার আত্মীয়র বাড়িতে বেড়াতে এসেছেন সুজন মিয়া। বিকেলে আত্মীয় আকাশকে নিয়ে আসেন আহসান মঞ্জিলে। এসেই দেখছেন বন্ধ। তিনি জানান, ‘আহসান মঞ্জিলের ইতিহাস পড়ে দেখতে এসেছিলাম। বন্ধ থাকায় দেখতে পেলাম না। এখন বাসায় ফিরে যাবো।’

মিরপুর থেকে পরিবার নিয়ে ঘুরতে আসা বেসরকারি ব্যাংক কর্মকর্তা হাসান হাবিব বলেন, সময় টাকা সবই নষ্ট হলো। কাজের কাজ কিছুই হলো না। আহসান মঞ্জিলের কর্মকর্তাদের ঈদের বন্ধের পর ছুটি দিলে ভালো হতো। তাহলে দর্শনার্থীরা এভাবে হয়রানির শিকার হতো না।

সূত্রাপুর সিংটোলা থেকে মেয়ে জুইকে নিয়ে আহসান মঞ্জিল দেখতে এসেছেন হাসিনা বেগম। তিনি জানান, ‘ঈদের দিন বন্ধ থাকার কথা আমি জানি না। জানলে আসতাম না। এখন সদরঘাটের লঞ্চঘাট যাব। তারপর বাসায় ফিরে যাব।’

এদিকে শাহবাগ জাতীয় জাদুঘর ও লালবাগ কেল্লা গিয়েও বন্ধ দেখা গেছে। শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে বিশাল সাইন বোর্ড টানিয়ে দেয়া আছে বন্ধের নোটিশ। সেখানে লেখা আছে, ঈদের পরের দিন বেলা ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে।

শরিফুল ইসলাম মুগদা থেকে রিকশা করে শাহবাগ জাতীয় জাদুঘরে এসে বন্ধ দেখে নতুন সময়কে বলেন, ‘এখন কি আর করার আছে। ফিরে যেতে হবে। রিকশা ভাড়াটাই বিফলে।’

লালবাগ কেল্লারও একই অবস্থা আজ। বন্ধ থাকার কারণে দর্শনার্থীরা গিয়েই বিপাকে পড়ছেন।

পিডিএসও/রিহাব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জাতীয় যাদুঘর,লালবাগ,আহসান মঞ্জিল,বন্ধ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist