reporterঅনলাইন ডেস্ক
  ০৫ ফেব্রুয়ারি, ২০২৪

ঘুমধুম সীমান্তে ৪০০ চাকমা বাংলাদেশে অনুপ্রবেশের অপেক্ষায়

ছবি : সংগৃহীত

নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তের ওপারে মিয়ানমারের বেতবুনিয়া রাইট ক্যাম্প দখলে নিতে জান্তা বাহিনী ও আরাকান আর্মির মধ্যে প্রচণ্ড গোলাগুলি চলছে।

সীমান্তে বসবাসকারী ৪০০ চাকমা পরিবার খাদ্য অভাব এবং ঝুঁকির কারণে বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় রয়েছে।

সোমবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে মিয়ানমার বাহিনী আরাকান আর্মির অবস্থান লক্ষ্য করে বিমান ও হেলিকপ্টার থেকে বোমা নিক্ষেপ করছে।

দেশের বিদ্রোহী সংগঠন আরাকান আর্মির আক্রমণের মুখে এ পর্যন্ত ৯৮ জন মিয়ানমার সীমান্তরক্ষী পুলিশ (বিজিপি) সদস্য বাংলাদেশে পালিয়ে আশ্রয় নিয়েছেন। তারা বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হেফাজতে রয়েছেন। আহতদের কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালসহ আশপাশের স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কক্সবাজারের শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) জানান, মিয়ানমার সীমান্তে বসবাসকারী ৪০০ চাকমা পরিবার খাদ্য অভাব এবং ঝুঁকির কারণে বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় রয়েছে।

তবে অনুপ্রবেশ ঠেকাতে সতর্ক অবস্থানে রয়েছে বলে বিজিবির সংশ্লিষ্ট একটি সূত্রে জানা যায়।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
অনুপ্রবেশ,চাকমা,ঘুমধুম সীমান্ত
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close