reporterঅনলাইন ডেস্ক
  ২০ জানুয়ারি, ২০২৪

ঢাকার বাতাসে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি

জলবায়ু পরিবর্তনসহ নানা কারণে বিশ্বে দিনের পর দিন বেড়েই চলছে বায়ুদূষণের মাত্রা। লাগামহীন ঢাকার বায়ুদূষণও। শনিবার বিশ্বের সবচেয়ে দূষিত শহর ভারতের কলকাতা। আর মেগাসিটি ঢাকার বাতাসেও রয়েছে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি।

এদিন সকাল পৌনে ১০টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, ২১৯ স্কোর নিয়ে বিশ্বে দূষিত শহরের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা, যা খুব অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত।

এ সময় ২৪১ স্কোর নিয়ে বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষে রয়েছে কলকাতা। আর দ্বিতীয় স্থানে থাকা পাকিস্তানের করাচি শহরের স্কোর ২৩৮।

এ ছাড়া ২০৭ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে ভারতের মুম্বাই শহর। এ তালিকায় ১৯৪ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে আছে দেশটির রাজধানী দিল্লি।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
স্বাস্থ্যঝুঁকি,ঢাকার বাতাস
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close