reporterঅনলাইন ডেস্ক
  ১১ জানুয়ারি, ২০২৪

সন্ধ্যায় মন্ত্রিসভার শপথ, ২০ জনই নতুন

দ্বাদশ জাতীয় সংসদে নবনির্বাচিত এমপিরা শপথ নিয়েছেন বুধবার। আজ শপথ নেবেন মন্ত্রিসভার সদস্যরা।

মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নেওয়ার জন্য গতকালই আমন্ত্রণ পেয়েছেন কয়েকজন। তবে কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন, তা জানা যাবে বৃহস্পতিবার।

এদিন সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে মন্ত্রপরিষদের সদস্যদের শপথ পাঠ করাবেন রাষ্ট্রপ্রধান।

গতকালই দ্বাদশ সংসদে নতুন মন্ত্রিসভা গঠনের অনুমতি দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। গতকাল রাতে ব্রিফিংয়ে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

এবারের মন্ত্রিসভায় পূর্ণ দায়িত্বে নতুন মুখ যারা : মুহাম্মদ ফারুক খান (গোপালগঞ্জ-১), জাহাঙ্গীর কবির নানক (ঢাকা-১৩), নারায়ণ চন্দ্র চন্দ (খুলনা-৫), আবদুর রহমান (ফরিদপুর-১), আবুল হাসান মাহমুদ আলী (দিনাজপুর-৪), মো. আবদুস শহীদ (মৌলভীবাজার-৪), র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী (ব্রাক্ষ্মণবাড়িয়া-৩), আবদুস সালাম (ময়মনসিংহ-৯), জিল্লুল হাকিম (রাজবাড়ী-২), সাবের হোসেন চৌধুরী (ঢাকা-৯), নাজমুল হাসান (কিশোরগঞ্জ-৬) এবং স্থপতি ইয়াফেস ওসমান ও ডা. সামন্ত লাল সেন (টেকনোক্র্যাট)।

প্রতিমন্ত্রীর তালিকায় নতুন যারা : মোহাম্মদ আলী আরাফাত (ঢাকা-১৭), কুজেন্দ্র লাল ত্রিপুরা (খাগড়াছড়ি), সিমিন হোসেন রিমি (গাজীপুর-৪), মো. মহিবুর রহমান (পটুয়াখালী-৪), রুমানা আলী (গাজীপুর-৩), মো. শফিকুর রহমান চৌধুরী (সিলেট-২) ও আহসানুল ইসলাম টিটু (টাঙ্গাইল-৬)।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মন্ত্রিসভা,শপথ,দ্বাদশ সংসদ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close