অনলাইন ডেস্ক
০২ জুন, ২০২৩
সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর স্ত্রীর মৃত্যুতে স্থানীয় সরকারমন্ত্রীর শোক
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরুর স্ত্রী ও নেত্রকোনা জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কামরুন্নেছা আশরাফ দীনার মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম।
মন্ত্রী শুক্রবার (২ জুন) এক শোকবার্তায় মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় মো. তাজুল ইসলাম বলেন, কামরুন্নেছা আশরাফ দীনার মৃত্যুতে জাতি একজন দেশপ্রেমিক ও নিবেদিতপ্রাণ নারী নেত্রীকে হারাল।
উল্লেখ্য, কামরুন্নেছা আশরাফ দীনা বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
পিডিএস/মীর
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন