
০৬ ফেব্রুয়ারি, ২০২৩
রামপুরায় আম্বিয়া টাওয়ারে আগুন
তিন ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

রাজধানীর রামপুরা বাজারের আবাসিক ভবন আম্বিয়া টাওয়ারের আগুন নিভে গেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টায় সোমবার (৬ ফেব্রুয়ারি) ভোর পৌনে ৬টার আগে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ভোর পৌনে ৫টার দিকে আম্বিয়া টাওয়ারে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। তাদের চেষ্টায় পৌনে ৬টার আগে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
১০ তলা ভবনের নিচতলায় বৈদ্যুতিক গোলযোগ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
আগুনে ভবনের নিচে থাকা বেশ কয়েকটি জুতার দোকান পুড়ে গেছে। ভবনটির দোতলাতেও অনেক ক্ষতি হয়েছে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পিডিএস/মীর
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন