reporterঅনলাইন ডেস্ক
  ০৯ ডিসেম্বর, ২০২২

২৪ ঘণ্টায় ১১৮ ডেঙ্গু রোগী হাসপাতালে

ছবি : সংগৃহীত

২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত কোনো রোগী মারা যায়নি। তবে এ সময় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ১১৮ জন রোগী। এ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে এক হাজার ২১৭ জন। গত একদিনে ডেঙ্গু আক্রান্তদের ৬১ জন ঢাকার এবং অন্যান্য বিভাগের ৫৭ জন।

ঢাকার বাইরে সবচেয়ে বেশি রোগী পাওয়া গেছে চট্টগ্রামে বিভাগের ১২ জন। এরপর খুলনা বিভাগের ৯ জন।

চলতি ডিসেম্বরের প্রথম নয় দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয় দুই হাজার ৪৫৫ জন। এর মধ্যে মারা যায় নয় জন। আগের মাস নভেম্বরে হাসপাতালে ভর্তি ১৯ হাজার ৩৩৪ জন। মৃত্যু হয় ১১৩ জনের। একক মাস এটি দেশের ইতিহাসে সবচেয়ে বেশি মৃত্যু হয় নভেম্বরে। এর আগের মাস অক্টোবরে হাসপাতালে ভর্তি হয় ২১ হাজার ৯৩২ জন। মারা গেছেন ৮৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, চলতি বছরে এ পর্যন্ত ৫৯ হাজার ৮১৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়। এর মধ্যে মারা যায় ২৬৩ জন। ২০১৯ সালে দেশে সবোর্চ্চ ১ লাখ ১ হাজার ৩৫৪ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সে বছর মৃত্যু হয় ১৬৪ জনের। ২০২০ সালে আক্রান্ত হয় এক হাজার ৪০৫ জন। মারা যায় সাত জন। আর ২০২১ সালে আক্রান্ত হয় ২৮ হাজার ৪২৯ জন। সে বছর মৃত্যু হয় ৭৫ জনের।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ডেঙ্গু
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close