reporterঅনলাইন ডেস্ক
  ০৬ ডিসেম্বর, ২০২২

সম্মেলন কেন্দ্র করে রাজধানীতে তীব্র যানজট

ছবি : সংগৃহীত

ক্ষমতাসীন আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগের ৩০তম জাতীয় সম্মেলন আজ। সম্মেলনকে ঘি‌রে সকাল থেকে রাজধানীর বি‌ভিন্ন সড়কে দেখা দিয়েছে দীর্ঘ যানজট। ফলে বিপাকে পড়েছে কর্মস্থলগামী সাধারণ মানুষেরা। মঙ্গলবার রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

এদিকে সন্মেল‌নস্থলের আশপাশের যানজট এ‌ড়িয়ে চলতে রাস্তা বন্ধ করে রোড ডাইভারশন করে দিয়েছে ঢাকা মহানগর পু‌লিশ (ডিএমপি)।

স‌রজ‌মিনে দেখা গেছে, রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশের বি‌ভিন্ন সড়কে রোড ডাইভারশন করে দিয়েছে ডিএম‌পি। ফলে সেসব সড়ক দিয়ে চলাচলকারী যানবাহন বি‌ভিন্ন সড়ক ঘুরে চলাচল করতে হচ্ছে। ফলে বি‌ভিন্ন রুটে অতি‌রিক্ত গা‌ড়ির চাপ দেখা দিয়েছে দীর্ঘ যানজট।

ডিএমপি সূত্র জানায়, যানজট পরিহারের জন্য রাজধানীর কাটাবন ক্রসিং, হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং, কাকরাইল মসজিদ ক্রসিং, কাকরাইল চার্চ ক্রসিং, ইউবিএল ক্রসিং, হাইকোর্ট ক্রসিং, দোয়েল চত্বর ক্রসিং, ঢাবি মেডিকেল সেন্টার, জগন্নাথ হল ক্রসিং, ঢাবি ভাস্কর্য ক্রসিং, উপাচার্য ভবন ক্রসিং এলাকায় সম্মেলন শেষ না হওয়া পর্যন্ত ট্রাফিক ডাইভারশন চলবে।

সম্মেলন স্থলের আশেপাশের অঞ্চলে চলাচলের জন্য নগরবাসীকে এসব রাস্তা এড়িয়ে ভিন্ন রাস্তা ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ছাত্রলীগ,জাতীয় সম্মেলন,সোহরাওয়ার্দী উদ্যান,রাজধানী,যানজট
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close