reporterঅনলাইন ডেস্ক
  ২৪ নভেম্বর, ২০২২

রক্ত আর হত্যা ছাড়া মানুষকে কিছুই দিতে পারেনি বিএনপি : প্রধানমন্ত্রী

ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রক্ত আর হত্যা ছাড়া মানুষকে কিছুই দিতে পারেনি বিএনপি। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দুপুরে যশোর স্টেডিয়ামে আয়োজিত জনসভায় দেয়া ভাষণে তিনি এ মন্তব্য করেন। বেলা পৌনে তিনটার দিকে তিনি জনসভায় যোগ দেন।

দেশের অর্থনৈতিক অবস্থার চিত্র তুলে ধরে তিনি বলেন, ‘দেশের প্রতিটি ব্যাংকেই যথেষ্ট পরিমাণ টাকা রয়েছে। রিজার্ভও যথেষ্ট পরিমাণ আছে।

সকাল থে‌কেই খণ্ড খণ্ড মি‌ছিল নি‌য়ে জনসভাস্থ‌লে আস‌তে শুরু ক‌রেন নেতাকর্মী। জনসভায় দুপু‌রের আগেই জনসমু‌দ্রে রূপ নেয়। বৃহত্তর য‌শোরসহ আশপা‌শের জেলাগু‌লো‌তে মানু‌ষের স্রোত এসে গন্তব‌্য পায় শামস্-উল হুদা স্টেডিয়ামে।

এর আগে, প‌বিত্র কোরআন তে‌লায়া‌তের মাধ‌্যমে অনুষ্ঠা‌ন শুরু হ‌য়। সভায় সূচনা বক্তব‌্য দেন য‌শোর জেলা আওয়ামী লী‌গের সভাপ‌তি শহীদুল ইসলাম মিলন।

দীর্ঘ প্রায় পাঁচ বছর পর প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার য‌শোর আসাকে কেন্দ্র ক‌রে পু‌রো সমা‌বেশস্থল উৎস‌বে রূপ নেয়। রং-বের‌ঙের পোশাক, ক‌্যাপ, গে‌ঞ্জি প‌রে ব‌্যান্ডপা‌র্টির তা‌লে তা‌লে মি‌ছিল নি‌য়ে উপ‌স্থিত হ‌য়ে‌ছেন স্টে‌ডিয়া‌মে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দলীয় ব্যানারে ঢাকার বাইরে প্রধানমন্ত্রীর এটিই প্রথম জনসভা।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
রক্ত আর হত্যা,বিএনপি,প্রধানমন্ত্রী
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close