নিজস্ব প্রতিবেদক

  ০৬ আগস্ট, ২০২২

সমাবেশে মির্জা ফখরুল জ্বালানির দাম বৃদ্ধি, ‘মরার উপর খাঁড়ার ঘাঁ’ 

ছবি : প্রতিদিনের সংবাদ

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ‘মড়ার উপর খাঁড়ার ঘা’ উল্লেখ করে সব গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে ‘জেগে উঠার’ ডাক দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার(৬ আগস্ট) রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক ছাত্র সমাবেশে তিনি এ আহ্ববান জানান।

বিএনপি মহাসচিব বলেন, ‘জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি একটা ভয়ংকর প্রভাব ফেলবে সমগ্র দেশের অর্থনীতির ওপরে। এটা বাংলাদেশের মানুষকে ক্ষতিগ্রস্ত করবে। একজন ভদ্র মহিলা আজকে বলেছেন, এটা (জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি) হচ্ছে- মড়ার উপর খাঁড়ার ঘা।’

ফখরুল বলেন, ‘আর সময় নেই। আমাদের সবাইকে জেগে উঠতে হবে, জেগে উঠে এদেরকে (সরকার) পরাজিত করতে হবে। আসুন, আমরা আজকে সেই লক্ষ্যে আরও দৃঢ় ঐক্য গড়ে তুলি।’

‘ছাত্রদলের এই সমাবেশ থেকে আমি আহ্ববান জানাতে চাই- সব ছাত্রদেরকে, গণতান্ত্রিক ছাত্র সংগঠনগুলোকে আপনারা ঐক্য গড়ে তুলুন। আমরা সব রাজনৈতিক দলকে আহ্ববান জানাতে চাই- আসুন আজকে জাতির প্রয়োজনে, আমাদের ভবিষ্যতে প্রজন্মের প্রয়োজনে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে এই ভয়াবহ, অগণতান্ত্রিক, দানবীয়, কর্তৃত্ববাদী সরকারকে সরিয়ে সত্যিকার অর্থেই একটা জনগণের পার্লামেন্ট ও জনগণের সরকার প্রতিষ্ঠা করি।’

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সমাবেশে মির্জা ফখরুল,জ্বালানির দাম বৃদ্ধি,‘মরার উপর খাঁড়ার ঘাঁ’
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close