reporterঅনলাইন ডেস্ক
  ০৩ আগস্ট, ২০২২

ফের বাড়ল স্বর্ণের দাম

দেশের বাজারে স্বর্ণের আবারও বেড়েছে। সবচেয়ে ভালো মানের (২২ ক্যারেট) স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৪৯ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এতে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৮২ হাজার ৩৪৭ টাকা হয়েছে।

বৃহস্পতিবার (৪ আগস্ট) থেকে স্বর্ণের এ নতুন দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

গত মাসের শেষ সপ্তাহে সবশেষ স্বর্ণের দাম বাড়িয়েছিল বাজুস। নতুন সেই দাম শুক্রবার (২৯ জুলাই) থেকে কার্যকর হয়েছিল। ওই সময় প্রতি ভরি ভালো মানের স্বর্ণের দাম ২ হাজার ৭৪০ টাকা বাড়ানো হয়। ফলে ২২ ক্যারেটের স্বর্ণ ভরিপ্রতি হয়েছিল ৮১ হাজার ২৭০ টাকা।

এদিকে ভালো মানের স্বর্ণের পাশাপাশি বাড়ানো হয়েছে সব ধরনের স্বর্ণের দাম। মান অনুযায়ী প্রতি ভরি স্বর্ণের দাম বাড়ানো হয়েছে ৫২৫ টাকা থেকে এক হাজার ৫০ টাকা পর্যন্ত। তবে রূপার দামে কোনো পরিবর্তন আসেনি।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ফের বাড়ল,স্বর্ণের দাম
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close