reporterঅনলাইন ডেস্ক
  ১৪ জানুয়ারি, ২০২২

প্রতিবন্ধীদের করোনার টিকা দিতে বিশেষ উদ্যোগ সরকারের 

দেশের প্রতিবন্ধী ব্যক্তিদের করোনাভাইরাসের টিকা দিতে বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। এ ক্ষেত্রে সমাজসেবা কর্মকর্তাদের সংশ্লিষ্ট এলাকায় থাকা প্রতিবন্ধী ব্যক্তিদের কেন্দ্রে এনে টিকা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

সরকার প্রতিবন্ধী ব্যক্তিদের টিকা প্রদান নিশ্চিত করতে কার্যক্রম গ্রহণ করেছে উল্লেখ করে প্রজ্ঞাপনে প্রতিবন্ধী ব্যক্তিদের বিভিন্ন প্রতিকূলতা বিবেচনায় সংশ্লিষ্ট সমাজসেবা কর্মকর্তারা এ নির্দেশ দেয়। সমাজসেবা কর্মকর্তারা তাদের আওতাধীন এলাকার প্রতিবন্ধীদের টিকা গ্রহণের প্রক্রিয়া সহজ করতে নির্ধারিত কেন্দ্রে এনে টিকা প্রদান নিশ্চিত করতেও নির্দেশনা দেওয়া হয়েছে।

একই সঙ্গে টিকা প্রদানকারীদের নামের তালিকা মন্ত্রণালয়ে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
প্রতিবন্ধী,করোনা ভ্যাকসিন,করোনাভাইরাস
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close