reporterঅনলাইন ডেস্ক
  ১৭ সেপ্টেম্বর, ২০১৯

বাংলাদেশ-ভারত সম্পর্ক সেরা অবস্থানে

ভারতে বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মুয়াজ্জেম আলী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গতিশীল নেতৃত্বে বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক সর্বকালের সেরা অবস্থানে পৌঁছেছে।

সোমবার গণমাধ্যমে পাঠানো বার্তায় বলা হয়, গ্যাংটকের সিকিম বিশ্ববিদ্যালয়ের এক সভায় তিনি ভারত-বাংলাদেশ সম্পর্কের বিষয়ে মূলপ্রবন্ধ উপস্থাপন করার সময় বলেন—এখন ঢাকা-নয়াদিল্লি বিশেষ করে বাণিজ্য ও বিনিয়োগ, সংযোগ এবং জ্বালানির মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোর দিকে মনোনিবেশ করেছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশের অসামান্য আর্থসামাজিক সাফল্যের কথা তুলে ধরে মুয়াজ্জেম আলী বলেন, বাংলাদেশ এখন বিশ্বের অন্যতম দ্রুত বর্ধমান অর্থনীতির দেশ। গতবছর ৭ দশমিক ৮৬ শতাংশ এবং চলতি অর্থবছরে ৮ দশমিক ১৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জনের রেকর্ড করেছে।

তিনি বলেন, বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সাফল্যের সঙ্গে শক্তিশালী প্রবৃদ্ধির একটি বিশ্ব অর্থনৈতিক শক্তি হিসেবে ভারতেরও দ্রুত উত্থান হচ্ছে। রাষ্ট্রদূত দু’দেশের মধ্যে সর্বাত্মক অর্থনৈতিক সহযোগিতার উপর জোর দিয়ে বলেন, উভয় প্রতিবেশীর সাফল্য একে অপরকে তাদের অর্থনৈতিক সম্পর্ক আরো গভীর করার সুযোগ করে দিচ্ছে।

মোয়াজ্জেম আলী বলেন, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ৩ থেকে ৭ অক্টোবর নয়াদিল্লি সফরে যাওয়ার কথা রয়েছে। আমরা আশা করি, তার এই সফর আমাদের পারস্পরিক সম্পর্ককে আরো জোরদার করতে সহযোগিতা করবে।

বাংলাদেশের হাইকমিশনার তার এই সফরকালে মুখ্যমন্ত্রী, গভর্নর এবং সিকিমের মুখ্য সচিবের সঙ্গেও সাক্ষাৎ করেন।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সৈয়দ মুয়াজ্জেম আলী,হাইকমিশনার,বাংলাদেশ-ভারত সম্পর্ক
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close