reporterঅনলাইন ডেস্ক
  ০২ জুলাই, ২০১৯

ঢাকায় আসছেন দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী

সচিবালয়ে বৈঠকে এ তথ্য জানান বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি

তিনদিনের সফরে ঢাকায় আসছেন দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী লি নাক ইয়ান। আগামী ১৩ জুলাই থেকে ১৫ জুলাই পর্যন্ত তিনি ঢাকায় অবস্থান করবেন। মঙ্গলবার সচিবালয়ে ঢাকায় নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদুত হু ক্যাং ইল বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সঙ্গে বৈঠক করে এ তথ্য জানান।

রাষ্ট্রদূত বলেন, ১৩ জুলাই শনিবার প্রধানমন্ত্রী লি নাক ইয়ান ঢাকায় আসবেন এবং ১৫ জুলাই সোমবার সকালে তিনি ঢাকা ত্যাগ করবেন। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে একশজন বাণিজ্য প্রতিনিধিসহ প্রায় দেড়শ সফরসঙ্গী থাকবেন। বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি ও অবকাঠামো খাতে বিনিয়োগে আগ্রহী দক্ষিণ কোরিয়ার ব্যবসায়ীরা। সফরে এসব খাতে বিনিয়োগের বিষয়ে আলোচনা করা হবে।

এদিকে গ্যাসের দাম বৃদ্ধি প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, গ্যাসের দাম বৃদ্ধির ফলে বিনিয়োগ ও ব্যবসা বাণিজ্যে কিছুটা প্রভাব পড়বে। তবে, গ্যাসের ভর্তুকি কমাতে সরকারের কাছে এর বিকল্প ছিল না। ব্যবসায়ীরা দক্ষতার সাথেই এই পরিস্থিতির মোকাবেলা করবে বলে আমি আশা করি।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী,লি নাক ইয়ান,বাণিজ্যমন্ত্রী
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close