reporterঅনলাইন ডেস্ক
  ০৯ জুলাই, ২০১৮

যুক্তরাষ্ট্রে গেলেন এলজিআরডি মন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন রোববার সন্ধ্যায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।

তিনি নিউইয়র্কস্থ জাতিসংঘ সদরদপ্তরে জাতিসংঘের টেকসই উন্নয়নসংক্রান্ত উচ্চ পর্যায়ের রাজনৈতিক ফোরাম এবং ইউএন সাইড ইভেন্ট’র সভায় যোগ দেবেন। আগামী ১০ থেকে ১৩ জুলাই এ সভা অনুষ্ঠিত হবে। খন্দকার মোশাররফ হোসেন এ সভায় বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান প্রতিনিধিদলে রয়েছেন।

জাতিসংঘ সদস্য দেশসমূহের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা এ সভায় অংশগ্রহণ করবেন। সভায় জাতিসংঘ সাধারণ পরিষদের রেজুলেশন ৬৬/২৪৪ এবং ৬৭/২৯০ অনুসারে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সদস্য দেশসমূহের রাজনৈতিক নেতৃত্বের ভূমিকা, চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষমতা অর্জন, জাতিসংঘের বিভিন্ন সংস্থার ভূমিকা, অর্থায়ন এবং সহযোগিতাসহ অন্যান্য বিষয়ে অভিজ্ঞতা ও জ্ঞান বিনিময় করা হবে।

স্থানীয় সরকার মন্ত্রীর নেতৃত্বে স্থানীয় সরকার বিভাগ ও অধীনস্থ সংস্থাসমূহের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা বাংলাদেশের টেকসই পানি ব্যবস্থাপনা ও স্যানিটেশন বিষয়ে অভিজ্ঞতা বিনিময় করবেন। মন্ত্রী আগামী ১৫ জুলাই দেশে ফিরবেন বলে আশা করা যাচ্ছে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
এলজিআরডি মন্ত্রী,খন্দকার মোশাররফ হোসেন,টেকসই উন্নয়ন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist