reporterঅনলাইন ডেস্ক
  ০২ জুন, ২০২৩

যেসব লক্ষণ জানিয়ে দিচ্ছে আপনি ডিমেনশিয়ায় আক্রান্ত

ছবি : সংগৃহীত

ডিমেনশিয়া বিশ্বব্যাপী ডিমেনশিয়া রোগীর সংখ্যা বাড়ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী বর্তমানে ৫ কোটি ৫০ লাখ মানুষ ডিমেনশিয়ায় ভুগছেন। এছাড়া প্রতি বছর নতুন করে ১ কোটি মানুষ এই রোগে আক্রান্ত হচ্ছেন। এটি বর্তমানে বিশ্বে মৃত্যুর সপ্তম প্রধান কারণ।

ডিমেনশিয়া মস্তিষ্কের এক ধরনের রোগ যার ফলে কিছু মনে রাখতে না পারেন না রোগী। এমনকি এ রোগটির কারণে একটু আগেই করা কাজ ভুলে যায় অনেকে।

বিশেষজ্ঞরা বলছেন, প্রাথমিক পর্যায়ে উপসর্গ সনাক্ত করা গেলে ডিমেনশিয়া নিয়ন্ত্রণ করা যায়। ভারতীয় গণমাধ্যম ‘টাইমস অব ইন্ডিয়া’য় ডিমেনশিয়ার কয়েকটি নীরব লক্ষণের কথা উল্লেখ করা হয়েছে। যেমন-

কিছু মনে রাখতে অসুবিধা হওয়া: ডিমেনশিয়া রোগের প্রাথমিক লক্ষণগুলির মধ্যে অন্যতম হচ্ছে আক্রান্ত ব্যক্তি সাধারণ বিষয়ও মনে রাখতে ভুলে যান। প্রাথমিক পর্যায়ে এই অবস্থা উপেক্ষা করা হলে ধীরে ধীরে তা বেড়ে যায়। এক পর্যায়ে আক্রান্ত ব্যক্তির সামগ্রিক স্মৃতিশক্তিকে প্রভাবিত করে।

সাম্প্রতিক ঘটনা ভুলে যাওয়া, কোথায় জিনিসপত্র রেখেছেন তা মনে না রাখা, নিজের বাসার গলি বা বন্ধুর বাড়ির কথা মনে করতে না পারা ডিমেনশিয়ার কিছু লক্ষণ। এসব লক্ষণ উপেক্ষা করা মোটেও ঠিক নয়।

মেজাজের পরিবর্তন: ডিমেনশিয়ার আরেকটি সাধারণ লক্ষণ হল কোন কারণ ছাড়াই প্রায়ই দুঃখবোধ এবং রাগ হওয়া। এ রোগে আক্রান্তরা এ ধরনের আবেগের উপর কোনো নিয়ন্ত্রণ রাখতে পারেন না।

অগ্রহণযোগ্য আচরণ: সমাজে গ্রহণযোগ্য নয় এমন আচরণ দেখানো ডিমেনশিয়ার আরেকটি লক্ষণ। কেউ যদি হঠাৎ করে জনসমক্ষে শান্ত হয়ে যায় বা অন্যকে গালাগাল শুরু করে, তাহলে তা উপেক্ষা করা ঠিক নয়। সময়ের সাথে সাথে আক্রান্তের অবস্থা আরও খারাপ হতে পারে।

কোনো ধরনের পরিকল্পনা করতে সমস্যা: বয়সের সাথে সাথে অনেকেরই বড় বড় কাজ পরিচালনা করার দক্ষতা বাড়ে। কিন্তু ডিমেনশিয়া শুরু হওয়ার সাথে সাথে তাদের মধ্যে ধীরগতির প্রবণতা দেখা দেয়।

কোনো ধরনের কাজের পরিকল্পনায় অংশগ্রহণ করতে না পারা, অংশগ্রহণে অনিচ্ছা, কিছু কিছু পরিকল্পনা ও আয়োজন করার সময় বিভ্রান্তি ডিমেনশিয়ার লক্ষণ।

সামাজিক কর্মকাণ্ড থেকে নিজেকে গুটিয়ে নেওয়া: সামাজিক কর্মকাণ্ড থেকে নিজেকে গুটিয়ে নেওয়ার প্রবণতা ডিমেনশিয়ার লক্ষণ। বিশেষ করে একজন ব্যক্তি যিনি আগে সামাজিকভাবে সক্রিয় ছিলেন, যদি সামাজিক বৃত্ত থেকে দূরে থাকতে শুরু করেন তাহলে বিষয়টি লক্ষ্য করা উচিত।

ডিমেনশিয়ার অন্যান্য সাধারণ লক্ষণগুলি হলো বস্তুর দূরত্ব নিয়ে ভুল ধারণা করা, অন্য ব্যক্তির আবেগের প্রতি কম আগ্রহী হওয়া, ব্যক্তিত্বের পরিবর্তন, জিনিসগুলিকে ভুল জায়গায় রাখা, সমস্যা সমাধানে অসুবিধা, শারীরিকভাবে ধীর হয়ে যাওয়া, প্রচুর বিরক্ত হওয়া ইত্যাদি।

পরিবার বা পরিচিত কারও মধ্যে এসব লক্ষণ দেখা দিলে তাকে দ্রুত চিকিৎসকের কাছে নেওয়া উচিত।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ডিমেনশিয়ায় আক্রান্ত
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close