প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ০৭ সেপ্টেম্বর, ২০২০

অফিস ও ঘরে এসি থাকলে সচেতন হতেই হবে

কিছুক্ষণ গরমও সহ্য হয় না আমাদের। ঘরে এসি লাগানো, গাড়িতে উঠেই আগে এসির বাটন অন করি আর অফিসে তো সেন্ট্রাল এসি। এসি ছাড়া যেন আমাদের চলেই না। এমনই একটা সময় কিছু দুর্ঘটনায় আমাদের কথা বলার ভাষা হারিয়ে যায়। যখন দেখছি প্রায়ই ঘটছে এসি বিস্ফোরণের মতো ভয়াবহ ঘটনা। কেড়ে নিচ্ছে তাজা প্রাণ, শরীরের পোড়া যন্ত্রণা নিয়ে ছটফট করছে প্রিয়জন।

এসি ব্যবহারের আগেই নিরাপত্তা নিশ্চিত করতে হবে। দুর্ঘটনা এড়াতে যা করবেন—

১. অনেক পুরোনো বা নিম্নমানের এসি ব্যবহার না করা।

২. মান যাচাই করে ভালো ব্র্যান্ডের এসি কিনুন।

৩. রুমের আকার অনুযায়ী সঠিক ক্ষমতার এসি ব্যবহার করতে হবে।

৪. এসি চললে ঘর সব সময় পরিষ্কার রাখুন, পর্দা, ফার্নিচার কোথাও যেন ধুলা-ময়লা না থাকে।

৫. টানা দু-তিন ঘণ্টার বেশি এসিতে থাকবেন না। বাড়িতে পারতপক্ষে এসি চালাবেন না। খুব গরম লাগলে তবেই এসি চালান।

৬. রাতে এসি ব্যবহার করতে চাইলে টাইমার সেট করে রাখুন।

৭. বৃষ্টি ও বজ্রপাতের সময় এসির ব্যবহার বন্ধ রাখা।

৮. প্রতি মাসে ফিল্টার পরিষ্কার রাখা ও বছরে অন্তত একবার পেশাদার টেকনিশিয়ানের সাহায্যে এসির লাইন, গ্যাস সব চেক করে নিন।

৯. শীতের সময় দীর্ঘ কয়েক মাস বন্ধ থাকার পরে গরমের আগে আবার চালু করার আগে অবশ্যই সার্ভিসিং করে নিতে হবে। মনে রাখবেন, নিয়মিত সার্ভিসিং না করানো হলে দুর্ঘটনার ঝুঁকি বাড়তেই থাকবে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সচেতনতা,অফিস ও ঘর,এসি,দুর্ঘটনা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close