reporterঅনলাইন ডেস্ক
  ২৪ ফেব্রুয়ারি, ২০১৯

পোশাকের উজ্জ্বলতা ধরে রাখার উপায়

পোশাক আমাদের নিত্যদিনে সঙ্গী। তবে পছন্দের পোশাকটি দুএকবার ধোয়ার পর কাপড়ের রং হালকা হয়ে যায়! পোশাকের রংয়ের উজ্জ্বলতা ধরে রাখার রয়েছে বিভিন্ন উপায়।কাপড়ের জ্বলাভাব এড়ানোর উপায় সম্পর্কে তুলে ধরা হলো।

► প্রতিবার কাপড় ধোয়া হলে এতে কোনো না কোনো পরিবর্তন হয়। তাই কাপড় একবার পরার পর ধোয়ার আগে আরেকবার ভেবে দেখুন তা ধুবেন নাকি আরও কয়েকবার পরে নেবেন।

► ওয়াশিং মেশিয়ে কাপড় ধোয়ার আগে তা বাছাই করে নিন। ভালো ভাবে দেখে নিন যা ধুতে যাচ্ছেন তা কি আসলেই ধোয়া যাবে, নাকি ড্রাইওয়াশ করতে হবে।

► যেসব কাপড়ের রোঁয়া ওঠে সেসব কাপড়ের সঙ্গে গাঢ় রংয়ের কাপড় ধোয়া ঠিক না। এতে গাঢ় রংয়ের কাপড়ের ওপর অন্য কাপড়ের রোঁয়া মিশে রং হালকা লাগে দেখতে।

► ওয়াশিং মেশিনে ধোয়ার সময় পোশাক উল্টিয়ে দিতে হবে। শুকানোর সময়ও তাই করতে হবে।

► ধোওয়ার পরে কাপড় সরাসরি রোদে দেওয়া হলে রং জ্বলে যেতে পারে। তাই ভেজা কাপড় উল্টে শুকাতে দিন। তাহলে কাপড়ের ভেতরের রং ফ্যাকাশে হলেও উপরের রং ঠিক থাকবে।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কাপড়,কাপড় ধোয়া,পোশাকের উজ্জ্বলতা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close