reporterঅনলাইন ডেস্ক
  ১৯ অক্টোবর, ২০১৭

ক্যালিফোর্নিয়ায় হেপাটাইটিস-এ : ১৯ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় হেপাটাইটিস-এ ভাইরাসের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়েছে। এরইমধ্যে ভাইরাসটিতে আক্রান্ত অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে। গত বছরের নভেম্বর থেকে এখন পর্যন্ত ক্যালিফোর্নিয়ায় ভাইরাল এই রোগটিতে আক্রান্তের সংখ্যা পাঁচশ ছাড়িয়েছে, যাদের বেশিরভাগই গৃহহীন।

অঙ্গরাজ্যটির গভর্নর প্রাণঘাতি এই ভাইরাসের ছড়িয়ে পড়া ঠেকাতে সপ্তাহখানেক আগে স্বাস্থ্যবিষয়ক জরুরি অবস্থাও জারি করেন। যুক্তরাষ্ট্রে গত দুই দশকের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বার হেপাটাইটিস-এ এর প্রাদুর্ভাব ছড়াল। মানবদেহের যকৃতে আক্রমণকারী এ ভাইরাস সাধারণত মলজাতীয় জিনিসের মাধ্যমে ছড়ায়; যৌন সংসর্গ কিংবা জীবাণুবাহী খাবার ও বস্তু স্পর্শের মাধ্যমেও এটি অন্য দেহে বিস্তৃত হতে পারে।

ক্যালিফোর্নিয়ার সান ডিয়োগে শহরেই ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা বেশি। শহরটির কর্মকর্তারা ব্লিচ ছিটিয়ে বিভিন্ন রাস্তাকে জীবাণুমুক্ত করার উদ্যোগ নিয়েছেন, বসানো হচ্ছে হাত ধোয়ার স্থানও। স্থানীয় এক কাউন্সিলার অঙ্গরাজ্যের পরিবেশ গবেষণা সংস্থাকে শহরের খাবার পানির মধ্যে হেপাটাইটিসের জীবাণু আছে কি না, তা পরীক্ষা করে দেখতে অনুরোধ জানিয়েছেন।

বিশেষজ্ঞরা বলছেন, মৌলিক স্বাস্থ্য সুরক্ষা ও পয়ঃনিষ্কাশনের সুযোগ না পাওয়ায় শহরের গৃহহীনদের মধ্যে হেপাটাইটিস-এ ছড়িয়ে পড়ছে, যে কারণে বাড়ছে মৃতের সংখ্যাও। সান ডিয়েগোতে পাঁচ হাজারেরও বেশি আশ্রয়হীন ব্যক্তি রাস্তায় ঘুমায় বলে সাম্প্রতিক এক গবেষণার বরাত দিয়ে জানিয়েছে রিজিওনাল টাস্ক ফোর্স অন দ্য হোমলেস। শহরটিতে গৃহহীনদের এই সংখ্যা আগের বছরের তুলনায় ১০ শতাংশ বেড়েছে বলেও জানিয়েছে তারা।

অঙ্গরাজ্যটির অন্যান্য শহরের গৃহহীনদের মধ্যেও হেপাটাইটিস-এ ছড়িয়ে পড়ছে। সান্তা ক্রুজ, লস এঞ্জেলসের পাশাপাশি উত্তর ক্যালেফোর্নিয়ার সান ফ্রান্সিসকোতেও হাজারো গৃহহীনকে এই ভাইরাসের টিকা দেয়া হয়েছে।

কর্মকর্তারা বলছেন, আক্রান্ত ১০০ জনের মধ্যে ১ জনের মৃত্যু সাধারণ ব্যাপার হলেও ঝুকিপূর্ণ হিসেবে বিবেচিত গৃহহীনদের মধ্যে রোগটি ছড়িয়ে পড়ায় মৃত্যুর হার অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। ভাইরাসটির উপসর্গের মধ্যে আছে—জ্বর, ক্লান্তি, পেট ব্যাথা, গা গুলানো ও বমি; আক্রান্তের শরীরে জন্ডিস বাসা বাধতে পারে, চামড়া ও চোখ হলুদ হয়ে যেতে পারে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ক্যালিফোর্নিয়া,ভাইরাস,যুক্তরাষ্ট্র
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist