reporterঅনলাইন ডেস্ক
  ১৫ মার্চ, ২০২৪

যুদ্ধবিরতি নিয়ে যা জানাল ইসরায়েল

ছবি : প্রতিদিনের সংবাদ

ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস চতুর্থবারের মতো যুদ্ধবিরতি প্রস্তাব দিয়েছে। এ প্রস্তাবে ফিলিস্তিনি বন্দি ও ইসরাইলি জিম্মিদের মুক্তি এবং যুদ্ধবিরতির বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে। তবে ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ইতোমধ্যে এ প্রস্তাবের দাবিগুলোকে অবাস্তব বলে অভিহিত করেছেন। খবর আল-জাজিরার

বৃহস্পতিবার (১৫ মার্চ) হামাস তাদের প্রস্তাবে জানিয়েছে, প্রাথমিকভাবে ইসরাইলি নারী, শিশু, বৃদ্ধ ও অসুস্থ জিম্মিদের মুক্তির বিনিময়ে ইসরাইলের বিভিন্ন কারাগারে আটক ৭০০ থেকে এক হাজার ফিলিস্তিনি বন্দি মুক্তি দিতে হবে।

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে জানানো হয়, হামাসের উপস্থাপন করা নতুন যুদ্ধবিরতি প্রস্তাবটি অবাস্তব দাবির ভিত্তিতে তৈরি করা হয়েছে।

হামাস বলেছে, গত কয়েক সপ্তাহজুড়ে নেতানিয়াহু হামাসের দাবিগুলো নাকচ করে দেওয়ায় আলোচনা স্থবির হয়ে পড়েছে।

হামাসের দাবির মধ্যে আরো আছে স্থায়ী যুদ্ধবিরতি, গাজা উপত্যকা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার, দক্ষিণ গাজা থেকে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের উত্তর গাজা ও গাজার কেন্দ্রে ফিরতে দেওয়া এবং ত্রাণের প্রবাহে কোনো বাধা না দেওয়া।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close