reporterঅনলাইন ডেস্ক
  ১৪ ফেব্রুয়ারি, ২০২৪

পূর্ব উপকূলে একাধিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়লো উত্তর কোরিয়া

ছবি : সংগৃহীত

পূর্ব উপকূলে একাধিক ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। স্থানীয় সময় বুধবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে এসব ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। খবর রয়টার্সের।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ (জেসিএস) বিবৃতিতে জানিয়েছে, আমাদের সেনারা আজ সকাল ৯টার দিকে পূর্বাঞ্চলের উপকূলীয় ওনসান শহর থেকে ছোড়া বেশ কিছু ক্রুজ ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে।

জয়েন্ট চিফ অব স্টাফ আরও জানিয়েছে, আমাদের সামরিক বাহিনী ও মার্কিন গোয়েন্দা সংস্থা এসবের বিস্তরিত জানার চেষ্টা করছে।

বিবৃতিতে তিনি আর বলেন, তারা তাদের নিরাপত্তা আরও বেশি জোরদার করছেন এবং উত্তর কোরিয়ার কার্যকলাপ ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। তবে এ বিষয়ে আর কোনও মন্তব্য করেনি উত্তর কোরিয়া।

এ সপ্তাহের শুরুতে দক্ষিণ কোরিয়া ঘোষণা দিয়েছে, তারা মল্টিপল রকেট লঞ্চারের জন্য একটি নতুন কন্ট্রোল সিস্টেম পরীক্ষা করে দেখছেন, যা যুদ্ধক্ষেত্রে তাদের শক্তি আরও বৃদ্ধি করবে।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
উত্তর কোরিয়া,ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ,উপকূল
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close