reporterঅনলাইন ডেস্ক
  ২৮ জানুয়ারি, ২০২৩

পশ্চিম তীরে সেনা বাড়াচ্ছে ইসরাইল

ফাইল ছবি

ফিলিস্তিনের দখলকৃত পশ্চিম তীরে সেনা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ইসরাইল। শনিবার (২৮ জানুয়ারি) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, দেশের প্রতিরক্ষা বাহিনী পরিস্থিতি বিবেচনা করে পশ্চিম তীরের জুডেয়া এবং সামারিয়া বিভাগে আরেকটি ব্যাটালিয়ন মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে।

শুক্রবার (২৭ জানুয়ারি) জেরুজালেমের একটি সিনাগগের (ইহুদের ধর্মীয় উপাসনালয়) সামনে গুলি ছোড়েন এক ফিলিস্তিনি। এতে ইসরাইলের ৭ নাগরিক নিহত হন। এ ঘটনার পরই পশ্চিম তীরে সেনা সংখ্যা আরও বাড়ানোর সিদ্ধান্ত নেয় দেশটি।

ইসরাইলের পুলিশ জানায়, ৭ ইসরাইলিকে হত্যার ঘটনায় এখন পর্যন্ত ৪২ ফিলিস্তিনিকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার জেনিনে ইসরায়েলি সেনাবাহিনীর কথিত অভিযানে ৯ ফিলিস্তিনি নিহত হওয়ার পর উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। এর একদিন পর ইসরায়েলি নাগরিকের ওপর হামলার পর পরিস্থিতি আরও ঘোলাটে হয়েছে। এখন সামনে দ্বন্দ্ব আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সূত্র: রয়টার্স।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ফিলিস্তিন,ইসরায়েল,পশ্চিম তীর,সেনা বৃদ্ধি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close