reporterঅনলাইন ডেস্ক
  ১৫ মে, ২০২২

ইউক্রেনে নড়বড়ে হয়ে যাচ্ছে রাশিয়ার সামরিক অভিযান : ন্যাটো কর্মকর্তা

রাশিয়া ইউক্রেনে যে সামরিক অভিযান চালাচ্ছে, সেটি নড়বড়ে হয়ে যাচ্ছে। রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেন এ যুদ্ধে জয় পাবে। বিশ্বের সর্ববৃহৎ সামরিক জোট ন্যাটোর ডেপুটি সেক্রেটারি জেনারেল মিরসিয়া জিওনা একথা জানিয়েছেন। খবর আল জাজিরা।

রবিবার (১৫ মে) জার্মানির বার্লিনে বৈঠকে বসেছেন ন্যাটো সদস্যভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা। এ বৈঠকে ইউক্রেনকে আরও সহায়তা এবং রাশিয়ার হুমকি সত্ত্বেও ফিনল্যান্ড-সুইডেনের ন্যাটোতে যোগ দেওয়ার বিষয়টি নিয়ে আলোচনা করা হবে।

বার্লিনে এ বৈঠকেই ন্যাটোর ডেপুটি সেক্রেটারি জেনারেল মিরসিয়া জিওনা সাংবাদিকদের বলেছেন, ইউক্রেনে রাশিয়ার অমানবিক আক্রমণ তার গতি হারাচ্ছে।

তিনি আরও বলেন, আমরা জানি ইউক্রেনের সেনাবাহিনীর সাহসিকতা এবং আমাদের সহায়তায় ইউক্রেন এ যুদ্ধে জয় লাভ করতে পারবে।

এদিকে ন্যাটোর ডেপুটি সেক্রেটারি এমন সময় এ মন্তব্য করলেন যখন শোনা যাচ্ছে গুরুত্বপূর্ণ খারকিভ অঞ্চল ছেড়ে চলে গেছে রুশ সেনারা।

শনিবার নিজেদের দেওয়া নিয়মিত আপডেটে ইউক্রেনের আর্মড ফোর্সেসের পক্ষ থেকে জানানো হয়েছে, দোনেস্ক, লুহানেস্ক ও খেরসনে নিজেদের অবস্থান শক্ত করতে খারকিভ ছেড়ে চলে যাচ্ছে রুশ সেনারা। তারা এও জানিয়েছে, ইউক্রেনের প্রচন্ড প্রতিরোধ গড়ে তোলায় খারকিভ দখল রাখতে ব্যর্থ হয়েছে রাশিয়া।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ইউক্রেন,রাশিয়া,সামরিক অভিযান
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close