reporterঅনলাইন ডেস্ক
  ১১ মে, ২০২২

অশনির পর আসছে ঘূর্ণিঝড় ‘করিম’

ঘূর্ণিঝড় করিমের কারণে আবহাওয়া প্রতিকূল হতে পারে শিগগির

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় অশনির সংকেতের মাঝেই আরও একটি ঘূর্ণিঝড়ের আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। তারা জানান, ভারত মহাসাগরে ‘করিম’ নামে আরেকটি ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে। সপ্তাহ শেষেই তৈরি হতে পারে এই নতুন ঘূর্ণিঝড়, ভারত মহাসাগরের উপকূলে হানা দিতে পারে।

ভারতীয় গণমাধ্যমগুলোর খবরে বলা হয়, করিম নামে এই নতুন ঘূর্ণিঝড় কতটা শক্তিশালী হয়ে আসবে, সে তথ্য এখনো দিতে পারেনি দেশটির আবহাওয়া অধিদপ্তর। তবে ওই ঘূর্ণিঝড়ের কারণে আবহাওয়া প্রতিকূল হতে পারে শিগগির।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, ওড়িশার দিকে ঘুরে ঘূর্ণিঝড় ‘আসানি’ বুধবার (১১ মে) সন্ধ্যা নাগাদ পৌঁছাতে পারে উপকূলে।

এদিকে ঘূর্ণিঝড় আসানি বাংলাদেশের স্থলভাগ থেকে এখনো এক হাজার কিলোমিটার দূরে থাকলেও এর অগ্রবর্তী অংশের প্রভাবে সোমবার থেকে সারাদেশে বৃষ্টি শুরু হয়েছে। এই বৃষ্টি আগামী তিনদিন অব্যাহত থাকতে পারে।

আজ দেশের উপকূলীয় তিন বিভাগে (খুলনা, বরিশাল ও চট্টগ্রাম) অতিভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। উপকূলীয় এই তিন বিভাগে আগামী তিনদিন ভারী বৃষ্টি অব্যাহত থাকবে। একই সঙ্গে সমুদ্র ও নদীবন্দরগুলোতে সতর্ক সংকেত মেনে চলতে বলা হয়েছে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ঘূর্ণিঝড় করিম,অশনি,আবহাওয়া
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close