reporterঅনলাইন ডেস্ক
  ১৮ মে, ২০২১

রেড ক্রিসেন্ট ভবনে ইসরায়েলি বিমান হামলা

ফিলিস্তিনের ভূখণ্ড গাজায় কাতারি রেড ক্রিসেন্ট সোসাইটির (কিউআরসিএস) কার্যালয়ে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত দুই ফিলিস্তিনি নিহত ও ১০ জন আহত হয়েছেন। খবর আল-জাজিরার।

সোমবার সংস্থাটির পক্ষ থেকে এক টুইটে বলা হয়, তাদের অফিসে ইসরায়েলি দখলদার বাহিনী হামলা চালিয়েছে।

গাজায় কাতারি রেড ক্রিসেন্টের প্রধান কার্যালয়ে হামলা চালানোয় নিন্দা জানিয়েছে সংস্থাটি। তারা বলছে, আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুসারে ত্রাণ কর্মীদের কাজ করতে সুযোগ দেয়া উচিত।

কাতার রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব আলি বিন হাসান আল-হামাদি ইসরায়েলি হামলাকে জেনেভা কনভেনশনের সুস্পষ্ট লঙ্ঘন বলে আখ্যায়িত করেছেন। ইসরায়েল জেনেভা কনভেনশনে স্বাক্ষর করেছে।

রেড ক্রিসেন্ট সোসাইটির ভবনে ইসরায়েলি বাহিনীর হামলার ঘটনায় কাতারের পররাষ্ট্রমন্ত্রীও নিন্দা জানিয়েছেন। তিনি মানবিক সহায়তা ও সংবাদমাধ্যমের প্রতিষ্ঠানে হামলা আন্তর্জাতিক আইনের পরিষ্কার লঙ্ঘন।

এর আগে আলজালা ভবনে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। সেই ভবনটিতে আল-জাজিরা ও এপির কার্যালয়সহ বেশ কিছু গণমাধ্যমের অফিস ও ফ্ল্যাট ছিল।

পিডিএসও/ জিজাক

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
রেড ক্রিসেন্ট ভবন,ইসরাইলি বিমান হামলা,ফিলিস্তিন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close