reporterঅনলাইন ডেস্ক
  ২৬ সেপ্টেম্বর, ২০১৮

মুসলমানদের প্রথম কেবলাকে মুছে দিতে চায় ইসরায়েল

মুসলমানদের দুর্বলতা ও অনৈক্যকে নিজেদের স্বার্থে কাজে লাগাচ্ছে ইহুদিবাদী ইসরায়েল। এর মাধ্যমে তারা মুসলমানদের প্রথম কেবলাকে মানুষের মন থেকে মুছে দিতে চায়।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ান এ কথা বলেছেন। নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের অবকাশে এক বক্তব্য এই মন্তব্য করেন তিনি।

ইহুদিবাদের সমালোচনা করে জাতিসংঘের সংস্কার চেয়ে এ সময় জোরালো বক্তব্য রাখেন এরদোয়ান।

এ সময় তিনি আরো বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পাঁচ সদস্য মানেই গোটা বিশ্ব নয়। বিশ্বে ন্যায় প্রতিষ্ঠার জন্য জাতিসংঘের ১৯৪টি দেশেরই নিরাপত্তা পরিষদে একই ধরনের অধিকার থাকা উচিত।

এছাড়া জাতিসংঘের কাঠামোয় সংস্কারের প্রয়োজনীয়তা রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ইসরায়েল,রিসেপ তাইয়িপ এরদোয়ান,জাতিসংঘ সাধারণ পরিষদ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close