reporterঅনলাইন ডেস্ক
  ১২ মার্চ, ২০১৮

বজ্রপাতে রুয়ান্ডার গির্জায় নিহত ১৬

রুয়ান্ডার একটি গির্জায় এক বজ্রপাতেই ১৬ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত ১৪০ জন মানুষ। শনিবার রোয়ান্ডার দক্ষিণে পাহাড়ি শহর নিয়ারুগুরুর সেভেন্থ-ডে অ্যাডভেন্টিস্ট চার্চে ঘটনাটি ঘটে। নিহতদের বেশিরভাগ ঘটনাস্থলেই মারা যান বলে জানান স্থানীয় মেয়র হাবিতেগেকো ফ্রান্সিসকো।

স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, ওই গির্জায় বজ্রপাত প্রতিরোধ করার মতো প্রয়োজনীয় যন্ত্র বা ডিভাইস, যেমন বজ্রপাত নিরোধক দণ্ড নেই। এ কারণেই ভয়াবহ এই প্রাণহানির ঘটেছে। স্থানীয় প্রায় সব গির্জা একই পরিস্থিতিতে রয়েছে।

দুই সপ্তাহের কম সময়ের মধ্যে রোয়ান্ডায় ভবন নির্মাণ নীতিমালা এবং শব্দ দূষণ প্রতিরোধে ব্যর্থ হবার দায়ে ৭০০র বেশি গির্জা বন্ধ করে দেয়া হয়েছে। এছাড়া রোয়ান্ডার দক্ষিণাঞ্চলীয় পাহাড়ি শহর নিয়ারুগুরু জায়গাটি বজ্রপাতসহ নানা ধরণের দুযোর্গ প্রবণ এলাকা।

মেয়র জানিয়েছেন, এরআগে শুক্রবারেও বজ্রপাত সেখানে একজন ছাত্র মারা যায়। শুক্রবার সেখানে ১৮ জন শিক্ষার্থী একসঙ্গে থাকার সময় বজ্রপাত ঘটে, তাতে আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বজ্রপাত,রুয়ান্ডা,গির্জা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist