reporterঅনলাইন ডেস্ক
  ০৯ সেপ্টেম্বর, ২০১৭

বন্যার্তদের জন্য কানাডায় ‘কনসার্ট ফর বাংলাদেশ’

বাংলাদেশে এবার ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। তবে বন্যার পর ইতোমধ্যে পানি নামতে শুরু করেছে। যদিও বন্যা পরবর্তী সময়ে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। বন্যা কবলিত মানুষের আহার-বাসস্থান নিয়ে শঙ্কা রয়েই গেছে। তাই বন্যার্তদের সহযোগিতার জন্য তহবিল সংগ্রহে কানাডার টরেন্টো শহরে কনসার্টের আয়োজন করেছে হোপ বাংলাদেশ ফাউন্ডেশন।

টরেন্টো এবং বাংলাদেশের জনপ্রিয় শিল্পীদের নিয়ে কাল ১০ সেপ্টেম্বর স্থানীয় সময় বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে ‘কনসার্ট ফর বাংলাদেশ’। শহরের গ্র্যান্ড প্যালেস কনভেনশন সেন্টারে কনসার্টটি সবার জন্য উন্মুক্ত। কনসার্টে সংগৃহীত অর্থে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের কৃষিপণ্য দেয়া হবে। এছাড়া ভূমিহীনদের প্রতি পরিবারে অন্তত একটি ছাগল এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্য কিনে দেয়া হবে বলে জানিয়েছেন আয়োজন কর্তৃপক্ষ।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বন্যা,হোপ বাংলাদেশ ফাউন্ডেশন,কানাডা,কনসার্ট ফর বাংলাদেশ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist