
০৭ সেপ্টেম্বর, ২০২২
ইয়েমেনে অপহৃত বাংলাদেশির ভিডিও প্রকাশ আল-কায়েদার

বাংলাদেশি একেএম সুফিউল আনাম। ছবি : সংগৃহীত
প্রায় ছয় মাস আগে ইয়েমেনে অপহৃত বাংলাদেশি জাতিসংঘ কর্মী সুফিউল আনামের ভিডিও প্রকাশ করছে আল কায়েদা।
গত শনিবার ভিডিওটি প্রকাশ করে জঙ্গিগোষ্ঠীর অনলাইন তৎপরতা পর্যবেক্ষণকারী সাইট ইন্টেলিজেন্স গ্রুপ। এতে অপহরণকারীর হাত থেকে বাঁচাতে জাতিসংঘের বিভিন্ন পক্ষের কাছে আকুতি জানিয়েছেন ইয়েমেনে অপহৃত একেএম সুফিউল আনাম।
ভিডিও বার্তায় তিনি বলেছেন, খুবই দুর্দশার মধ্যে রয়েছেন। অপহরণকারীদের দাবি মেনে না নিলে তাকে মেরে ফেলা হতে পারে।
তাকে জঙ্গি সংগঠন আল–কায়েদা অপহরণ করেছে বলেও জানান তিনি। গত ফেব্রুয়ারিতে ইয়েমেনের দক্ষিণাঞ্চলে অপহৃত হন তিনি।
সুফিউল আনাম ইয়েমেনের অ্যাডেনে জাতিসংঘের নিরাপত্তা ও সুরক্ষা বিভাগের ফিল্ড সিকিউরিটি কো-অর্ডিনেশন অফিসার হিসেবে কর্মরত ছিলেন। ১৯৭৭ থেকে ২০০৫ সাল পর্যন্ত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীতে। অবসরের পর থেকে জাতিসংঘের সঙ্গে কাজ করেন।
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন