reporterঅনলাইন ডেস্ক
  ০৪ জুলাই, ২০২২

আরও এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

হজে গিয়ে আরও এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। নাম খয়বর হোসেন (৫৫)। বাড়ি রংপুরে। তার পাসপোর্ট নম্বর EF0156162। রবিবার (৩ জুলাই) পবিত্র মক্কায় খয়বরের মৃত্যু হয়।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্প ডেস্কের হজের প্রতিদিনের বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে। এ নিয়ে সৌদি আরবে হজে গিয়ে এখন পর্যন্ত ১২ জন বাংলাদেশির মৃত্যু হলো। এর মধ্যে পুরুষ আট ও নারী চারজন।

অন্যদিকে হজ ফ্লাইট শুরুর পর গতকাল পর্যন্ত সৌদি আরবে গেছেন ৫৬ হাজার ৯৫২ জন বাংলাদেশি। এ পর্যন্ত ১৫৭টি হজ ফ্লাইটে হজযাত্রী সৌদি আরব গেলেন। গত ৫ জুন হজ ফ্লাইট শুরু হয়েছিল।

সৌদি যাওয়া হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনার তিন হাজার ৮৯০ জন ও বেসরকারি ব্যবস্থাপনার ৫৩ হাজার ৬২ জন রয়েছেন। ১৫৭টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ৮৬টি, সৌদিয়ার ৬০টি এবং ফ্লাইনাসের ১১টি ফ্লাইট রয়েছে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
হজযাত্রীর মৃত্যু,বাংলাদেশি নিহত,সৌদি আরব
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close