reporterঅনলাইন ডেস্ক
  ২৮ আগস্ট, ২০১৯

ফিনল্যান্ডে জাতীয় শোক দিবস পালন

শোকাবহ আগস্টে সোমবার সন্ধ্যায় রাজধানী হেলসিংকির মিস্টার ডন রেস্তোরাঁয় ফিনল্যান্ড আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত হয়।

শোক দিবসের স্মরণসভায় সভাপত্বিত করেন ফিনল্যান্ড আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি হুমায়ন কবির। সভা পরিচালনা করেন ফিনল্যান্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হোসেন ।

সভার শুরুতে বঙ্গবন্ধুসহ ১৯৭৫ সালের ১৫ আগস্টের সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। আলোচনায় অংশ নেন আওয়ামী লীগ নেতা ইকবাল হোসেন বকুল, পলাশ কামালী, তপন বঙ্গবাসী, মোস্তফা আজাদ বাপি, সাংস্কৃতিক ব্যক্তি টিপুসহ অনেকে।

সভায় বক্তারা ১৯৭৫ সালের ১৫ আগস্টের হত্যাকাণ্ডের নেপথ্যের নায়কদের খুঁজে বের করে বিচারের সম্মুখীন করার দাবি জানান। আর ভবিষ্যতে আওয়ামী লীগের ভেতরে যেন খন্দকার মোস্তাক সাদৃশ্য কোনো বেইমানের অনুপ্রবেশ না ঘটে সেদিকে সতর্ক থাকার আহ্বান জানান।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ফিনল্যান্ড,আওয়ামী লীগ,জাতীয় শোক দিবস
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close