reporterঅনলাইন ডেস্ক
  ২৬ জুন, ২০১৮

পাসপোর্ট জটিলতা নিরসনে ইউরোপ প্রবাসীদের দাবি

পাসপোর্ট জটিলতার কারণে ‘বৈধ হতে পারছেন না’ দাবি করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদক্ষেপ প্রত্যাশা করছেন ইউরোপে অবৈধ হয়ে পড়া প্রবাসী বাংলাদেশিরা।

স্থানীয় সময় সোমবার ফ্রান্সের প্যারিসে প্লাস দ্য ফ্যাত এলাকার ল ব্লু রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনে এ কথা জানায় প্রবাসী সংগঠন ‘ইউরোপিয়ান প্রবাসী বাংলাদেশি অ্যাসোসিয়েশন’ (ইপিবিএ) ফ্রান্স শাখা। এতে আয়োজক সংগঠনের সভাপতি ফারুক খান ও কেন্দ্রীয় সহ-সভাপতি আশরাফুল ইসলাম উপস্থিত ছিলেন।

সম্মেলনে লিখিত বক্তব্যে নেতারা বলেন, সংশ্লিষ্ট অধিদফতরের উদাসীনতায় এরই মধ্যে ভোগান্তিতে পড়েছেন অনেকে। যাদের হাতের কাছে বৈধ হওয়ার অপার সুযোগ-সুবিধা তারা শুধু বাংলাদেশি পাসপোর্ট দেখাতে না পারায় সে সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন।

বারবার আবেদন করে, সব আনুষ্ঠানিকতা শেষ করেও পাসপোর্ট হাতে পাচ্ছেন না বলে অভিযোগ করেছে ইউরোপভিত্তিক সামাজিক এ সংগঠন। তারা জানান, যে প্রবাসীদের রেমিট্যান্সের মাধ্যমে দেশ উন্নয়নের শিখরে তাদের সঙ্গে এরকম আচরণ সরকারের উন্নয়নকে প্রশ্নবিদ্ধ করবে।

নেতারা বলেন, যেখানে প্রতিবেশী দেশ ভারতের দূতাবাসগুলোতে পাসপোর্টের কাজ করতে ৭ থেকে ১০ দিন লাগে সেখানে বাংলাদেশের বেলায় এমন কেন হচ্ছে সরকারকে খতিয়ে দেখা উচিত। ইউরোপের প্রায় প্রত্যেক বাংলাদেশ দূতাবাস তাদের অসহায়ত্ব প্রকাশ করছে, এমন অবস্থায় প্রবাসী বাংলাদেশিরা মারাত্মক সমস্যার সম্মুখীন হচ্ছেন।

সম্মেলনে অন্যদের মধ্যে কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মোতালেব খান, কর্মসংস্থান সম্পাদক শাহাদৎ হোসেইন সাইফুল, ফ্রান্স শাখার সহ-সাধারণ সম্পাদক সুমন আহমদ, কেন্দ্রীয় সহ-সমাজসেবা সম্পাদক ফেরদৌস করিম আখঞ্জী, ফ্রান্স শাখার প্রচার সম্পাদক জাকির হোসেইন ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মিজানুর রহমান উপস্থিত ছিলেন।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
পাসপোর্ট,ইউরোপ প্রবাসী,প্রবাসী বাংলাদেশি
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist