reporterঅনলাইন ডেস্ক
  ১০ ডিসেম্বর, ২০১৭

বৃষ্টি থাকবে আগামীকাল পর্যন্ত

আগামীকাল সোমবার সকাল পর্যন্ত বৃষ্টি থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বরিশালসহ সারাদেশে মাঝারী থেকে ভারী বর্ষণ এবং ঝড়ো হাওয়া বইয়ে যেতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অফিস। এদিকে দুদিন পর রোববার দুপুরে বরিশালসহ দক্ষিণাঞ্চলে ক্ষণিকের জন্য সূর্যের দেখা মিললেও পরক্ষণেই ঢাকা পড়েছে মেঘের আড়ালে। অসময়ে টানা বৃষ্টিতে গত ৩দিন ধরে অনেকটা স্থবির দক্ষিণাঞ্চলের জনজীবন। নৌ যোগাযোগ অব্যাহত থাকলেও নদী এবং সমুদ্র বন্দরে জারি করা হয়েছে সতর্ক সংকেত। সোমবার দুপুর নাগাদ আবহাওয়া পরিস্থিতির উন্নতির আশা করছে সংশ্লিষ্ট দপ্তর।

বরিশাল আবহাওয়া অফিসের অবজারভার মাহফুজুর রহমান জানান, গত শুক্রবার সন্ধ্যা থেকে রোববার বিকেল ৩টা পর্যন্ত ৪০.৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে আজ রেকর্ড করা হয়েছে ১৯ মিলিমিটার। রোববার বিকেল ৩টায় বরিশালের বাতাসে আদ্রতার পরিমাণ ছিল ৯৮ ভাগ। সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ২১.৫ ডিগ্রি সেলসিয়াস।

কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের সব শেষ পূর্বাভাস রিপোর্ট অনুযায়ী গভীর সমুদ্রে সৃষ্ট নিম্নচাপটি মাঝারি থেকে ভারি বৃষ্টি এবং ঝড়ো হাওয়ার মধ্যদিয়ে আগামীকাল সোমবার সকালের পর দুর্বল হয়ে উত্তর-পূর্ব দিকে অগ্রসর হতে পারে । এই তথ্য জানিয়েছেন আবহাওয়া অবজারভার মাহফুজুর রহমান। অন্যদিকে বরিশাল নদী বন্দরের ট্রাফিক পরিদর্শক মো. কবির হোসেন জানান, নিম্নচাপের কারষে নদী বন্দরে ২ এবং সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত জারি করা হয়েছে।এই সময়ে অভ্যন্তরীণ নদ-নদীতে ৬৫ ফিটের কম দৈর্ঘ্যের নৌ চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

বরিশাল-ঢাকা রুটের এমভি পারাবত-১০ লঞ্চের সুপারভাইজার মো. নজরুল ইসলাম খান জানান, নদী বন্দরে ২ নম্বর সতর্ক সংকের জারি থাকলেও বড় বড় নৌযান চলাচল স্বাভাবিক রয়েছে।

পিডিএসও/মুস্তাফিজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বৃষ্টি,পূর্বাভাস,আবহাওয়া
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist