reporterঅনলাইন ডেস্ক
  ১৩ মে, ২০২১

আজও শিলা বৃষ্টি হতে পারে

দেশের আট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। একইসঙ্গে সারা দেশে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ এবং বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টিও হতে পারে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়, সন্ধ্যা ৬টা পর্যন্ত সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। তবে, পরবর্তী দুই দিন তাপমাত্রা সামান্য পরিবর্তন হতে পারে। এ ছাড়া বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, তাপমাত্রা ক্রমান্বয়ে বৃদ্ধি পেতে পারে।

বুধবার দেশের সর্বাধিক তাপমাত্রা রেকর্ড করা হয় চাঁদপুরে ৩৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন টাঙ্গাইল, বদলগাছি ও কুমারখালীতে ২০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে, আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশ এলাকায় অবস্থান করছে।

পিডিএসও/ জিজাক

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
শিলা বৃষ্টি,বৃষ্টি,আবহাওয়া,তাপমাত্রা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close