reporterঅনলাইন ডেস্ক
  ২১ জুন, ২০২২

চমক দেখালেন অনন্ত জলিল

চিত্রনায়ক অনন্ত জলিল। ছবি : সংগৃহীত।

চিত্রনায়ক অনন্ত জলিলের নতুন সিনেমা ‘দিন দ্য ডে’। গত মার্চে এক সংবাদ সম্মেলনে অনন্ত ও বর্ষা জানান, কুরবানির ঈদে মুক্তি পাবে তাদের নতুন সিনেমা। আরো বলেন, এ সিনেমায় চমক দেখাবেন তারা।

এবারে সেই চমকের দেখা মিলল সিনেমাটির চূড়ান্ত ট্রেলারে।

রবিবার (১৯ জুন) রাতে ইউটিউব ও সোশ্যাল মিডিয়ায় ট্রেলার উন্মুক্ত করেন অনন্ত জলিল। ৩ মিনিট ১৭ সেকেন্ডের ট্রেলারটি দেখে দর্শকরা মুগ্ধতা প্রকাশ করছেন। নির্মাণশৈলি, ভিএফএক্স ও সম্পাদনা নিয়ে প্রশংসা কুঁড়িয়েছেন সংশ্লিষ্টরা। তবে অনন্ত-বর্ষার অভিনয় ও ডাবিং নিয়ে দর্শক মনে রয়েছে কিছুটা আক্ষেপ।

এই সিনেমায় অনন্ত জলিলকে দেখা যাবে একজন চৌকস পুলিশ কর্মকর্তার ভূমিকায়। যিনি দেশ ও মানুষের জন্য আন্তর্জাতিক পর্যায়ে দুর্ধর্ষ মিশনে যান। তার সঙ্গে নায়িকা হিসেবে আছেন স্ত্রী বর্ষা। এছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন অভিনেতা মিশা সওদাগরসহ বাংলাদেশ ও ইরানের অনেক শিল্পী।

বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমার বাজেট ১০০ কোটি টাকা। সিনেমাটি পরিচালনা করছেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম। সিনেমাটির শুটিং হয়েছে বাংলাদেশ, ইরান, তুরস্ক ও আফগানিস্তানের বিভিন্ন লোকেশনে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
অনন্ত জলিল,বর্ষা,যৌথ প্রযোজনা,ইরান,বাংলাদেশ,সিনেমা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close