reporterঅনলাইন ডেস্ক
  ২৪ জানুয়ারি, ২০২২

করোনা আক্রান্ত চিত্রনায়িকা শাবনাজ

চিত্রনায়িকা শাবনাজ। ফাইল ছবি

নব্বই দশকের অন্যতম চিত্রনায়িকা শাবনাজ করোনা আক্রান্ত। শনিবার (২২ জানুয়ারি) কোভিড-১৯ পরীক্ষা করা হলে রিপোর্ট পজেটিভ আসে ঢাকাই সিনেমার এই নায়িকার।

এ তথ্য নিশ্চিত করেন স্বামী চিত্রনায়ক নাঈম। তিনি জানান, শাবনাজ এখন বাসাতেই আছে। সবার থেকে আলাদা। জ্বর ছিল, সন্দেহ হলে পরীক্ষা করাই৷ ফলাফল আসে কোভিড পজিটিভ। বাসায় থেকেই তার চিকিৎসা চলছে। শাবনাজের জন্য দোয়া চেয়েছেন তিনি।

নাঈম এক ফেসবুক বার্তায় সবাইকে সাবধানতা অবলম্বন করে মাস্ক ব্যবহার করার অনুরোধও জানিয়েছেন।

উল্লেখ্য, ১৯৯১ সালে ‘চাঁদনী’ সিনেমায় নাঈম-শাবনাজ বড় পর্দায় জুটি হিসেবে আসেন। বেশ কিছু হিট সিনেমা উপহার দিয়েছেন তারা৷ একসঙ্গে কাজ করতে গিয়েই তাদের প্রেম ও বিয়ে। বর্তমানে অভিনয় থেকে দূরে আছে এই জনপ্রিয় জুটি।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
নায়িকা শাবনাজ,করোনা,চিত্রনায়ক নাঈম
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close