reporterঅনলাইন ডেস্ক
  ১০ অক্টোবর, ২০২১

ইয়োহানির সঙ্গে গাইবেন সালমান

ছবি : সংগৃহীত

`মানিকে মাগে হিতে' গানের শিল্পী ইয়োহানি ও বলিউড সুপারস্টার সালমান খানকে একই মঞ্চে দেখা যাবে। বিগ বস ১৫-এর একটি এপিসোডে সিংহলি গায়িকার সঙ্গে ভাইরাল হওয়া গানে গলা মেলাবেন সালমান।

জানা যায়,বিগ বস  সিজনের প্রথম উইকেন্ড কা ভার- সালমানের সঙ্গে স্টেজে দেখা যাবে একাধিক অতিথিকে। আর সেই তালিকায় রয়েছে সিংহলি পপ স্টার ইয়োহানি ডি সিলভাকেও। একটি প্রোমোতে দেখা গেছে, ইয়োহানি সালমানকে বলছেন, আপনি কি আমার সঙ্গে গান করতে চান? সিংহলী সুন্দরীর আবেদন ফেরাতে পারেননি সালমান। গলা মিলিয়েছিলেন মানিকে মাগে হিতে গানে। কিন্তু, কিছু লাইন সালমান নিজের মতো করে বদলে নেন। গেয়ে ওঠেন, শ্রীদেবী আর শুনে খিলখিলিয়ে হেসে ওঠেন শ্রীলঙ্কার সুন্দরী। তাদের খুনসুটির ভিডিও সামনে আসতেই শুরু হয়েছে হইচই। ইয়োহানি জানান, ভারতে একাধিক জায়গা থেকে কাজের জন্য প্রস্তাব পাচ্ছেন তিনি। তবে কি এবার পাকাপাকিভাবে বলিপাড়ার বাসিন্দা হবেন তিনি? এমন প্রশ্ন ভক্তদের।

সূত্র: এই সময়

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ইয়োহনি,সালমান খান,বিগ বস
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close