reporterঅনলাইন ডেস্ক
  ১৭ জুলাই, ২০২১

তৃপ্তি পাচ্ছেন না অভিনেত্রী স্বাগতা

ফাইল ছবি

দর্শকপ্রিয় অভিনেত্রী জিনাত শানু স্বাগতা। অভিনয়ের পাশাপাশি মডেল ও উপস্থাপক হিসেবে রয়েছে সুনাম। তবে এবার এই অভিনেত্রী নতুন তথ্য দিলেন তৃপ্ত হবার মতো কোন কাজ পাচ্ছেন না।

তিনি বলেন, বর্তমানে বেশির ভাগ নাটকের গল্প-নির্মাণশৈলী একই ঢংয়ের হচ্ছে। আবার কিছু স্পেশাল কাজ নির্দিষ্ট কয়েকজনের কাছে চলে যায়। অভিনয়কে পেশা হিসেবে নিয়েছি। তাই নিয়মিত কাজ করছি। কিন্তু এভাবে কাজ করা কঠিন।

ঈদের জন্য চন্দন চৌধুরীর একক নাটক ‘ওয়ান্ডার লাভার বয়’ ও নাসির উদ্দিন মাসুদের ছয় পর্বের ‘সেলারি বেইজড হাজব্যান্ড’সহ কয়েকটি নাটকের শুটিং শেষ করেছেন। এছাড়া বিটিভিতে প্রচার হচ্ছে তার অভিনীত ‘সায়ংকাল’ শিরোনামের একটি ধারাবাহিক নাটক। এটি পরিচালনা করছেন আফসানা মিমি

করোনা পরিস্থিতিতে শুটিং নিয়ে স্বাগতা বলেন, এমন কঠিন সময়ে শুটিং করা অবশ্যই কঠিন। শুটিংয়ে অনেক মানুষ থাকে। তবু চেষ্টা করি স্বাস্থ্যবিধি মেনে কাজ করতে। করোনার কারণে ঈদের বেশ কিছু নাটকের সিডিউল বাদ দিতে হয়েছে।

পিডিএসও/ইউসুফ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
অভিনেত্রী,দর্শকপ্রিয়,জিনাত শানু স্বাগতা,মডেল ও উপস্থাপক
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close