reporterঅনলাইন ডেস্ক
  ০১ মার্চ, ২০২১

সাহসী ছবি পোস্ট করলেন মিথিলা

সাহসী ছবি পোস্ট করবার ক্ষেত্রে কোনও সময়ই পিছপা হন না মডেল-অভিনেত্রী মিথিলা। এই অভিনেত্রী, সঞ্চালিকা, শিক্ষাবিদের সাম্প্রতিকতম ফটোশুট রীতিমতো তাক লাগাচ্ছে। পিঠ খোলা পোশাকে ঝড় তুললেন তিনি। সাদা কালোয় মিথিলার এই ফটোশুট মনে করাচ্ছে মেরিলিন মনরোকে।

জনপ্রিয় হলিউড নায়িকার উদ্ধৃতি মন করিয়ে মিথিলার ঘোষণা, ভয় পাওয়া হল বোকামি, আর অনুশোচনাও। সম্প্রতি কালো গাউনে একগুচ্ছ ফটো আপলোড করেছেন অভিনেত্রী। সামাজিক যোগাযোগের মাধ্যমে ভীষণ সক্রিয় মিথিলা। কালো লেয়ার্ড গাউনে মিথিলার মোহময়ী রূপে ঘায়েল লক্ষ পুরুষ হৃদয়।

আনমোনা মিথিলার চাহনি থেকে পুরুষ হৃদয়ের ধুকপুকানি বেড়েছে কয়েকগুণ।  আলো আঁধারি ফটোশুট মিথিলার বিশেষ পছন্দের। অন্ধকারে নিজেকে নিয়ে কৌতুহল আরও বাড়িয়ে দেন মিথিলা। কটাক্ষের মুখেও পড়তে হয় এসব ছবি পোস্ট করে। তবে ট্রলারদের তিনি পাত্তা দেন না।

পিডিএসও/ জিজাক

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সাহসী ছবি,মিথিলা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close