বিনোদন প্রতিবেদক

  ১৯ এপ্রিল, ২০১৮

এটা জয়ার দিক থেকে অনিচ্ছাকৃত ভুল : নুহাশ

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জনপ্রিয় উপন্যাস ‘দেবী’। এই উপন্যাস অবলম্বনে নির্মাণ করা হয়েছে এক চলচ্চিত্র, তার নামও ‘দেবী’। যে চলচ্চিত্রে প্রথম প্রযোজক হিসেবে নাম লেখালেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। তিনি এই চলচ্চিত্রের একটি গুরুত্বপূর্ণ চরিত্রেও অভিনয় করেছেন। সম্প্রতি প্রকাশ পেয়েছে ছবিটির পোস্টার ও টিজার। শিগগিরই ছবিটি মুক্তি পাচ্ছে বলেও জানানো হয়েছে।

তবে এবারের প্রসঙ্গ, ‘দেবী’ উপন্যাস নিয়ে চলচ্চিত্র নির্মাণের বিষয়ে হুমায়ূনকন্যা নুহাশ আহমেদের স্ট্যাটাস। গত মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে বাংলা ও ইংরেজিতে লেখা এক স্ট্যাটাসে তিনি লেখেন, শুরুতে জয়া আহসান অনুমতি না নেওয়ার বিষয়টি জানতেন না। এটা তার দিক থেকে অনিচ্ছাকৃত ভুল ছিল। এ ছাড়া ওই স্ট্যাটাসটিতে হুমায়ূন আহমেদের ‘ইন্টেলেকচুয়াল প্রপার্টি’র উত্তরাধিকার নিয়েও বিস্তারিত লেখেন নুহাশ।

‘দেবী’ নিয়ে কিছু কথা-শীর্ষক ওই স্ট্যাটাসটিতে তিনি বলেন, “শাওন আমার বাবার ‘ইনটেলেকচুয়াল প্রপার্টির’ (গল্প, উপন্যাস, তার সৃষ্ট যেকোনো কিছুর) একমাত্র উত্তরাধিকার না। তাই আমাদের চার ভাইবোনের অনুমতি ছাড়া, শুধু শাওনের অনুমতি নিয়ে, হুমায়ূন আহমেদের সৃষ্টি নিয়ে কাজ করা সম্পূর্ণ বেআইনি।”

শুধু হুমায়ূন আহমেদের দ্বিতীয় স্ত্রী মেহের আফরোজ শাওনের অনুমতি নিয়ে সরকারি অনুদানে নির্মিত ‘দেবী’ চলচ্চিত্রটি নিয়ে হুমায়ূনকন্যা শিলা আহমেদের আপত্তির পর বিষয়টি নিয়ে পারিবারিক অবস্থান স্পষ্ট করলেন নুহাশ।

গত ২ এপ্রিল ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে শীলা আহমেদ প্রশ্ন তোলেন, “কে ‘দেবী’ বানানোর অনুমতি দিয়েছে? আমরা চার ভাইবোন দিইনি। আমাদের চার ভাইবোনের অনুমতি ছাড়া কীভাবে এই সিনেমা সরকারি অনুদান পেল? কীভাবে এটি বানানো হয়ে গেল? কীভাবে এটা মুক্তি পাচ্ছে?’

এমন আপত্তির পর চলচ্চিত্রটির প্রযোজক জয়া আহসান হুমায়ূনের প্রথম স্ত্রী গুলতেকিনের সন্তান নুহাশ হুমায়ূনসহ বিপাশা আহমেদ, নোভা আহমেদ ও শিলা আহমেদের সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করে দুঃখ প্রকাশ করে অনুমতি গ্রহণ করেছেন বলে জানিয়েছেন নুহাশ।

তারই পরিপ্রেক্ষিতে হুমায়ূন আহমেদের মেধাস্বত্বে নিজেদের অবস্থান পরিষ্কার করেন তিনি। তিনি লেখেছেন, ‘হুমায়ূন আহমেদের সমস্ত সৃষ্টি এখন তার উত্তরাধিকারদের স্বত্বাধিকারে। আমাদের চার ভাইবোনের অনুমতি ছাড়া এই সিনেমাটি যে মুক্তি দেওয়ার কাজ চলছিল, সেটা সম্পূর্ণ আইনবহির্ভূত ছিল।’

যখন এই সিনেমার প্রযোজক জয়া আহসান এই বিষয়ে জানলেন, তিনি সাথে সাথেই আমার পরিবারের সাথে যোগাযোগ করলেন এবং আমাদের চারজনের অনুমতি নেওয়ার জন্য আইনগত সব ব্যবস্থা নিলেন।’

নুহাশ জানান, আইনগত অনুমতি নেওয়ার আগ পর্যন্ত ‘দেবী’ চলচ্চিত্রের প্রচারণার কাজ বন্ধ রেখেছিলেন জয়া। চলচ্চিত্র ‘দেবী’ নিয়ে উত্তরাধিকারদের অসন্তোষ এখন আর নেই জানিয়ে নুহাশ লেখেন, ‘জয়া আহসান আমাদের কাছে দুঃখ প্রকাশ করলেন এবং আমাদের তার দিকের ব্যাখ্যা দিলেন, তখন আমাদের মনে হয়েছে-এটা তার দিক থেকে একটা অনিচ্ছাকৃত ভুল ছিল। আর তিনি যে এটা সংশোধন করতে চাইছেন এটা একটা দায়িত্বশীল আচরণের বহিঃপ্রকাশ।’

তবে, একই ইস্যুতে হুমায়ূন আহমেদের সৃষ্টি নিয়ে যেকোনো কিছু নির্মাণে অন্য নির্মাতাদেরও সতর্ক করলেন নুহাশ।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
নুহাশ,দেবী,জয়া আহসান,হুমায়ূন আহমেদ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist