reporterঅনলাইন ডেস্ক
  ১৭ জানুয়ারি, ২০২৪

পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে মন্ত্রীদের শুভেচ্ছা

চবি উপাচার্যের কাছে ব্যয়ের খাত জানতে চায় ইউজিসি

পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে মন্ত্রীদের শুভেচ্ছা জানান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। কোন খাত থেকে এই ব্যয় মেটানো হবে তা জানতে চেয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

বুধবার (১৭ জানুয়ারি) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে চিঠি দিয়ে ইউজিসি এই ব্যয়ের খাতের তথ্য চেয়েছে।

চিঠিতে বলা হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিক্ষা মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রীকে দ্য ডেইল স্টার, দ্য ডেইলি সান, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, দৈনিক সমকাল, দৈনিক কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিনসহ একাধিক সংবাদপত্রে চার রঙয়ের বিজ্ঞানপনের মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন। ওই বিজ্ঞাপন কয়টি পত্রিকায় প্রকাশ করা হয়েছে এবং এই ব্যয় কোন খাত থেকে নির্বাহ করা হবে তার তথ্য জানানোর অনুরোধ করা হলো।

চিঠিতে গত ১২ জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জারি করা নোটিশের নির্দেশনা কেন অনুসরণ করা হয়নি সে বিষয়ে বিশ্ববিদ্যালয়ের বক্তব্য আগামী ৫ কার্যদিবসের মধ্যে পাঠানোর অনুরোধ করা হয়।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়,বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close