রাবি প্রতিনিধি

  ২০ জুন, ২০২১

রাবি প্রশাসন ভবনে 'অবৈধ' নিয়োগপ্রাপ্তদের অবস্থান

চাকরিতে যোগদান নিশ্চিতের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়েছে অবৈধ নিয়োগপ্রাপ্ত ছাত্রলীগ নেতাকর্মীরা।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে তারা সেখানে অবস্থান নেন। পরে তারা প্রশাসন ভবনে প্রবেশ করে উপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের বের করে দেন।

প্রশাসন ভবনে এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় কোষাধ্যক্ষ প্রফেসর মোস্তাফিজুর রহমান আল আরিফ। নিয়োগপত্রপ্রাপ্ত প্রার্থীরা কোষাধ্যক্ষের কক্ষে প্রবেশ করেন এবং তাদের চাকরিতে যোগদান করানোর দাবি জানান। যোগদান না করার আগ পর্যন্ত তারা প্রশাসন ভবন ত্যাগ করবেন না বলেও জানান।

উচ্চমান সহকারী পদে নিয়োগপত্রপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি তৌহিদ মুর্শেদ বলেন, "বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য কাল আমাদের আশ্বাস দিয়েছিলেন আজ আমাদের নিয়োগপ্রাপ্তদের একটি প্রতিনিধি দলের সাথে বসবেন।

আজ তিনি অসুস্থতার অজুহাত দিয়ে আমাদের সাথে দেখা করতে পারবেন না বলে জানিয়েছেন। কিন্তু তিনি বাসা থেকে ঠিকই অফিস করে যাচ্ছেন। আমরা দ্রুত আমাদের পদায়ন চাই। সে বিষয়েই আমরা কোষাধ্যক্ষ স্যারের সাথে আলোচনা করছি।"

পিডিএসও/এসএম শামীম

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
রাবি,প্রশাসন ভবন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close