​খুলনা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

  ২০ মার্চ, ২০২০

খুবিতে হ্যান্ড স্যানিটাইজার প্রস্তুত করছে রসায়ন ডিসিপ্লিন

খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) হ্যান্ড স্যানিটাইজার তৈরি করছে রসায়ন ডিসিপ্লিন। রোববার সকাল ১০টা থেকে এগুলো সংগ্রহ করা যাবে।

জানা যায়, ডিসিপ্লিন প্রধান প্রফেসর ডা. হোসনে আরার তত্ত্বাবধানে চারজন শিক্ষকের একটি দল এখন পর্যন্ত প্রায় পাঁচ লিটার স্যানিটাইজার প্রস্তুত করেছে। এগুলোর দাম ধরা হয়েছে ১০০ মি.লি. ১৫০ টাকা এবং ৫০ মিলি পঁচাত্তর টাকা। তবে প্রয়োজনে তারা আরও স্যানিটাইজার উৎপাদন করবে।

এ ব্যাপারে প্রফেসর হোসনে আরা প্রতিদিনের সংবাদকে বলেন, করোনার প্রকোপ ঠেকাতে এবং বাজারে ঘাটতির কথা মাথায় রেখে আমরা হ্যান্ড স্যানিটাইজার উৎপাদন করছি। আশা করি আমাদের এই উদ্যোগ মানুষের উপকারে আসবে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
খুলনা বিশ্ববিদ্যালয়,খুবি,করোনা,হ্যান্ড স্যানিটাইজার
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close